রাজ্যে আপাতত মেজর কোনও ওয়েদার সিস্টেম নেই। ফলে আপাতত ৫ দিন উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পূর্বাভাস আলিপুর আহাওয়া দফতরের (Alipore Weather Office)।
তবে দার্জিলিং ও কালিম্পংয়ের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।
হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরবঙ্গে (North Bengal) বর্তমানে যেমন তাপমাত্রা রয়েছে তেমনটাই মোটামুটি ৫ দিন থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গেও (South Bengal) যেভাবে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২-৩ নেমেছে, তেমনটাই থাকবে ৫ দিন।
আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় আরও নামল তাপমাত্রা। আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম এং সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।
আবহওয়াবিদরা জানাচ্ছেন, যখন কোনও জায়গায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামে এবং ২-৩ দিন থাকে, তখন মোটামুটি বলা হয় শীত এসে গিয়েছে।
সেই হিসেবে দেখতে গেলে কলকাতায় (Kolkata) শীতের আমেজ এলেও, পুরোপুরি শীত এখনও আসনি।
সাধারণত কলকাতায় এমন পরিস্থিতি থাকে ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি বা জানুয়ারি মাসের শেষ পর্যন্ত।
আরও পড়ুন - গর্ভকালীন ডায়াবেটিস কী? জানুন উপসর্গ-প্রভাব-মুক্তির উপায়
তবে কলকাতায় না হলেও উত্তরবঙ্গে কয়েকটি জেলায় অবশ্য তাপমাত্রা ১৫ ডিগ্রি বা তার নিচে রয়েছে।