Advertisement

Anubrata Mondal: মঙ্গলে দিল্লিযাত্রায় অনুব্রত, তোলা হবে বিশেষ সিবিআই আদালতে

কাল, মঙ্গলবার দোলের দিনই দিল্লির বিশেষ আদালতে হাজির করানো হতে পারে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে দিল্লি রওনা হবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকেরা। সোমবার আসানসোল সংশোধনাগার সূত্রে এমনই খবর মিলছে।

ছবি সংগৃহীত।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Mar 2023,
  • अपडेटेड 6:51 PM IST
  • কাল, মঙ্গলবার দোলের দিনই দিল্লির বিশেষ আদালতে হাজির করানো হতে পারে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে।
  • অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে দিল্লি রওনা হবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকেরা।

কাল, মঙ্গলবার দোলের দিনই দিল্লির বিশেষ আদালতে হাজির করানো হতে পারে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে দিল্লি রওনা হবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) আধিকারিকেরা। সোমবার আসানসোল সংশোধনাগার সূত্রে এমনই খবর মিলছে।

শনিবারই কলকাতা হাইকোর্ট অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার  ছাড়পত্র দিয়েছিল। কিন্তু রবিবার দিনভর জটিলতা চলে। সোমবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত নির্দেশ দেয়, কলকাতা পর্যন্ত অনুব্রতকে পৌঁছনোর দায়িত্ব নিতে হবে আসানসোল-দুর্গাপুর কমিশনারেটকে। স্বাস্থ্যপরীক্ষা হয়ে যাওয়ার পর সব যদি ঠিক থাকে তাহলে ইডি অনুব্রতকে নিয়ে কলকাতা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবে।

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত এই মুহূর্তে আসানসোলের সংশোধনাগারে রয়েছেন। তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির করাতে চায় ইডি। সূত্রের খবর, মঙ্গলবার দিল্লি যাত্রার জন্য সকাল ৬টা নাগাদ তাঁকে আসানসোল সংশোধনাগার থেকে বের করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকবেন রাজ্য পুলিশের আধিকারিকেরা। 

জানা গেছে, অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য সকাল ১১টা নাগাদ জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হবে। সেই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে ইডির হাতে তুলে দেওয়া হবে। এর পর ইডি আধিকারিকেরা তাঁকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবেন।

আরও পড়ুন-অনুব্রতকে কলকাতায় আনবে রাজ্য পুলিশই, ইডি নিয়ে যাবে দিল্লিতে, নির্দেশ আদালতের

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement