করোনার দ্বিতীয় ঢেওয়ে পশ্চিমবঙ্গ যেন বেসামাল। এই রাজ্যের করোনা পজিটিভিটি রেট দেশের আরও অনেক রাজ্যের থেকে অনেক বেশি। প্রায় ৩০ শতাংশ। যা নিয়ে চিন্তিত রাজ্য সরকার ও বিশেষজ্ঞরা।
গত ৮ থেকে ২১ এপ্রিলের মধ্যে করোনা নিয়ে যে রিপোর্ট সামনে এসেছে, সেখানে থেকে জানা যাচ্ছে, এই কদিনে পশ্চিমবঙ্গে হু হু করে বেড়েছে করোনার সংক্রমণ। পজিটিভিটি রেট ৩০ শতাংশ।
আরও পড়ুন : COVID LIVE : রেকর্ড সংক্রমণ, একদিনেই আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার , মৃত ৩৯১৫
পজিটিভিটি রেটের নিরিখে সবথেকে ভয়াবহ অবস্থা গোয়ার। ২১ থেকে ৪ মে পর্যন্ত সেখানে করোনার পজিটিভিটি রেট ৪১ শতাংশ। যা এক রেকর্ড। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীর পজিটিভিটি রেট ৩২ শতাংশ।
পজিটিভিটি রেটের অর্থ
পজিটিভিটি রেট নির্ধারিত হয় টেস্টের উপর নির্ভর করে। অর্থাৎ যে সংখ্যক মানুষ করোনার পরীক্ষা করাবেন, তাঁদের মধ্যে যত শতাংশ পজিটিভ হবেন, সেটাই হবে পজিটিভিটি রেট। কোন জায়গায় যদি ১০০ জন টেস্ট করান। আর তারমধ্যে ১৫ জন পজিটিভ হন, তাহলে পজিটিভিটি রেট ১৫ শতাংশ।
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসা: অমিত শাহর সঙ্গে আলোচনা শুভেন্দুর
পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি হলেই ক্ষতিকারক
চিকিৎসাবিজ্ঞানীরা জানাচ্ছেন, করোনার পজিটিভিটি রেট ১০ শতাংশের বেশি হলেই তা মারাত্মক। এর থেকে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এই পরিস্থিতিতে লকডাউন একমাত্র উপায়।
কিন্তু, সম্প্রতি যে তথ্য সামনে এসেছে, তা থেকে জানা গিয়েছে দেশে এখন পজিটিভিটি রেট প্রায় ২০ শতাংশ। তারপরও লকডাউন হয়নি সর্বত্র। এই পরিস্থিতিতে সংক্রমণ আরও বাড়বে বলেই মত চিকিৎসকদের একাংশের।