Advertisement

Sovan Chatterjee-Baisakhi: সুর মেলাতে পারেননি শোভন-বৈশাখী, ফের সোজাসাপ্টা দিলীপ

কলকাতার মিছিলে শোভন-বৈশাখীর (Sovan Chatterjee) (Baisakhi Banerjee) অনুপস্থিতি ভালো চোখে দেখেনি দল। প্রকাশ্য়ে বিবৃতি না দিলেও দলের মধ্য়েই এই নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষো। এবার যা নিয়ে মুখ খুললেন বিজেপির (BJP)রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

দিলীপ ঘোষ
অনিল গিরি
  • পুরুলিয়া,
  • 06 Jan 2021,
  • अपडेटेड 4:18 PM IST
  • কলকাতার মিছিলে শোভন-বৈশাখীর (Sovan Chatterjee) (Baisakhi Banerjee) অনুপস্থিতি ভালো চোখে দেখেনি দল।
  • প্রকাশ্য়ে বিবৃতি না দিলেও দলের মধ্য়েই এই নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষো।
  • এবার যা নিয়ে মুখ খুললেন বিজেপির (BJP)রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

কলকাতার মিছিলে শোভন-বৈশাখীর (Sovan Chatterjee) (Baisakhi Banerjee) অনুপস্থিতি ভালো চোখে দেখেনি দল। প্রকাশ্য়ে বিবৃতি না দিলেও দলের মধ্য়েই এই নিয়ে শুরু হয়েছে কানাঘুঁষো। এবার যা নিয়ে মুখ খুললেন বিজেপির (BJP)রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনা। এবার থেকে বিজেপির মিছিলে সক্রিয় অংশগ্রহণে দেখা যাবে শোভন-বৈশাখীকে। কিন্তু সোমবার সবাইকে হতাশ করে দু-জনের অনুপস্থিতি। কলকাতার মিছিল হাঁটেননি কলকাতার প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী। যা নিয়ে এদিন মুখ খুললেন দিলীপ ঘোষ। রাজ্য় বিজেপির কান্ডারি বলেন, ''ওনারা নতুন এসেছেন,আমাদের সুরে সুর মেলাতে পারেননি। মেলালেই ঠিক হয়ে যাবে।'' 

তাল কাটলেন লক্ষ্মী, এবার বেসুরো গাইছেন তৃণমূলের রথীন

এই বলেই অবশ্য় থেমে থাকেননি দিলীপবাবু। মেদিনীপুরের সাংসদ আরও বলেন,তৃণমূল এ সুরের কোন চর্চা নেই। ওখানে 'ক্যা ক্যা' গান গাওয়া হয়।ওখানে বেসুরো গাইছে যারা আমাদের দলে এলে সুর শিখিয়ে দেওয়া হবে। এদিন মুখ্য়মন্ত্রীকেও খোঁচা দিতে ছাড়েননি তিনি। দিলীপবাবু বলেন, ''ঠ্যালায় পড়ে এখন লাইনে দাঁড়াতে হচ্ছে। আর আমাদের নেতারা রাস্তায় আছেন।উনি মানুষের কাছ থেকে দূরে সরে গেছেন। তাই এই নাটকবাজি।''

গত রাতেই জেলায় এসে পৌঁছেছেন বিজেপির রাজ্য সভাপতি। আজ সকালে মর্নিং ওয়াক সেরে দলীয় নেতা কর্মীদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দেন তিনি। বুধবার ভারত সেবাশ্রম-এর একটি অনুষ্ঠানে তিনি যোগ দেওয়ার কথা তাঁর। এরপর দুপুরে দিলীপ বাবু ঝালদায় একটি রোড শো তে অংশ নেবেন।

শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের দেখা মেলেনি বিজেপির কলকাতার মিছিলে। তার পরেই বিজেপির দফতর থেকে শোভনের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে খবর রটে। পরে অবশ্য় বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, শারীরিক অসুস্থতার জেরে তিনি আসতে পারেননি। তাঁরা বিজেপিতেই রয়েছেন। 

Advertisement

শিক্ষাঙ্গন থেকে রাজনীতি, শোভন-বান্ধবী বৈশাখীর কিছু অজানা দিক

রাজ্য় রাজনীতির অতীত বলছে, দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন ও বৈশাখী। পরে দলে থেকেও নিষ্ক্রিয় হয়েছিলেন তাঁরা। সম্প্রতি বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা শোভনের সঙ্গে একাধিক বৈঠক করেন। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেন শোভন। তারপরে বিভিন্ন মহল থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, শোভন ও বৈশাখী সক্রিয় হতে চলেছে বিজেপিতে। বিজেপিতে পদও দেওয়া হয় তাদের। 

রামায়ণের প্রসঙ্গ টেনে মমতাকে রাবণের সঙ্গে তুলনা করলেন দিলীপ

বছরের শুরুতেই কলকাতায় ব়্যালির আয়োজন করে বিজেপি। সেখানে থাকার কথা ছিল শোভন ও বৈশাখী। কিন্তু আচমকা সেই মিছিলে দেখা যায়নি তাদের। জানা গিয়েছে, সকাল থেকেই বিজেপি নেতারা শোভন ও বৈশাখীকে মিছিলে নিয়ে আসার জন্য অনেক বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি।  শেষে কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিংহের সেই মিছিলে অংশ নেন। এর পরেই সন্ধ্যা গড়াতেই শোনা যায়, বিজেপির কার্যালয়ে শোভনের জন্য বরাদ্দ ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement