Advertisement

তারকেশ্বরে মাথায় গুলি করে আত্মঘাতী ব্যক্তি, অবসাদ?

আজ সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর নিজের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক দিয়েই নিজের মাথায় গুলি করেন শান্তনু ঘোষ নামে ওই ব্যক্তি। প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে তাঁর বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ। 

প্রতীকী ছবি
ভোলানাথ সাহা
  • হুগলি,
  • 24 Mar 2022,
  • अपडेटेड 2:07 PM IST
  • মাথায় গুলি করে আত্মঘাতী ব্যক্তি
  • উদ্ধার দোনলা বন্দুক
  • হুগলির তারকেশ্বরের ঘটনা

এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু। নিজের মাথায় গুলি করেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির তারকেশ্বর থানার মোজপুর গ্রামে। মৃত যুবকের নাম শান্তনু ঘোষ। মৃতের পরিবারে স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যাচ্ছে।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, আজ সকালে প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফেরার পর নিজের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক দিয়েই নিজের মাথায় গুলি করেন শান্তনু ঘোষ নামে ওই ব্যক্তি। প্রতিবেশীরা গুলির আওয়াজ শুনে তাঁর বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর দেহ। 

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, একটি এটিএম-এর ক্যাশ গাড়ির বন্দুকধারী গার্ড হিসাবে কর্মরত ছিলেন শান্তনু ঘোষ। কিন্তু করোনা পরিস্থিতিতে কাজ হারান ওই ব্যক্তি। তারপর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি।

এদিন ঘটনা ঘটার পরেই মৃতের আত্মীয়রা পুলিশকে খবর দেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেহটি উদ্ধার করে পাঠান হয় ময়নাতদন্তের জন্য। উদ্ধার করা হয়েছে দোনলা বন্দুকটিও। তবে মানসিক অবসাদের কারণেই ওই ব্যক্তি আত্মঘাতী, নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুনVirat Kohli গানও জানেন! ঝড়ের গতি Viral ক্রিকেটারের ভিডিও 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement