কালীপুজো মানেই দীপাবলির উৎসব।দী পাবলি উৎসবে সারা ভারতবর্ষে ঘরে ঘরে আলো দিয়ে সাজানো হয়। সেই জন্য সেই সময় মাটির প্রদীপে চাহিদাও তুঙ্গে থাকে। কিন্তু আধুনিক যুগে এলইডি লাইটের দাপটে এবং করোনার প্রোকোপে ক্রমশই হারিয়ে যেতে বসেছে মাটির প্রদীপের ঐতিহ্য।