Advertisement

বিশ্ব

Snowfall In Sahara Desert : সাহারা মরুভূমিতে আবার স্নোফল, বিপদে বিশ্ব? বিজ্ঞানীরা বলছেন...

Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Jan 2022,
  • Updated 2:33 PM IST
  • 1/8

সাহারা মরুভূমিতে তুষারপাত (Snowfall In Sahara Desert)! শুনতে অবাক লাগলেও, সম্প্রতি এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে বিশ্বজুড়ে। ১১টি দেশ জুড়ে রয়েছে সাহারা মরুভূমি বিস্তৃতি। দেশগুলি হল, আলজিরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহার, সুদান এবং তিউনেশিয়া। এখানে কোনও কোনও বালির টিলা প্রায় ১৮০ মিটার উঁচু। আর এহেন শুষ্ক এলাকায় তুষারপাতের ঘটনা রীতিমতো অবাক করেছে গোটা বিশ্বকে। 

  • 2/8

সাহারা মরুভূমিতে (Sahara Desert) যেখানে তাপমাত্রা খুবই বেশি থাকে, সেখানে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে তুষারপাত হয়েছে। বিশ্ব উষ্ণায়নের কারণে মরুভূমিতর ক্ষেত্রফলও বাড়তে দেখা যাচ্ছে। এক শতাব্দী আগে সাহারার যা ক্ষেত্রফল ছিল, বর্তমানে তার থেকে ১০ শতাংশ বেড়ে গিয়েছে। যদি এভাবেই সাহারার ক্ষেত্রফল বাড়তে থাকে তাহলে আশেপাশের দেশগুলিতেও খরা পরিস্থিতির সৃষ্টি হবে। 
 

  • 3/8

২০২১ সালেও তুষারপাত হয় সাহারায়। গত ৪২ বছরে এই নিয়ে পঞ্চমবার তুষারপাত হল সাহারা মরুভূমিতে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। জার্নাল সাইন্সে প্রকাশিত একটি গবেষণা অনুয়ায়ী, বিশ্ব উষ্ণয়নের কারণে এই ধরনের জায়গায় তীব্র বেগে ঠান্ডা বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা বেড়ে গিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, এটা রোধ করতে হলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো খুবই জরুরি।

  • 4/8

তবে লাল বালিতে তুষারপাতের দৃশ্য দেখার মতো ছিল। আর তা দেখতে পার্শ্ববর্তী লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসেন। 

 

আরও পড়ুনবেলুড়ে বিধি মেনে স্বামীজির জন্মতিথি উদযাপন, কবে খুলছে মঠ?

  • 5/8

বিশ্বের উষ্ণতম স্থানগুলির অন্যতম সাহারা মরুভূমি। সেখানে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৫৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 
 

  • 6/8

তবে একরাতেই সেখানকার তাপমাত্রা -২ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে চলে যায়। যার জেরে মরুভূমিতে তুষারপাতের মতো বিরল ঘটবার সাক্ষী থাকলেন মানুষজন। 

  • 7/8

ইতিমধ্যেই এই ঘটনার বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 
 

  • 8/8

এর আগে ১৯৭৯, ২০১৬, ২০১৮ এবং ২০২১ সালে তুষারপাত হয় সাহারা মরুভূমিতে। 

Advertisement
Advertisement