Advertisement

বিশ্ব

হিন্দুত্ব 'মানবতার শত্রু'! পাকিস্তানে স্কুল বইয়ে আপাদমস্তক ভারত-ঘৃণা

Aajtak Bangla
  • 19 Apr 2021,
  • Updated 4:38 PM IST
  • 1/8

পাকিস্তান ও ভারতের উত্তেজনার মাঝে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানে নিয়মিতভাবে ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং  ভারতের সাথে সম্পর্কের উন্নতি হোক এমনটাই কিছুতেই তারা চায় না। বিবিসি উর্দুর এই ভিডিওটিতে অনেক পাকিস্তানি হিন্দু তাদের আপত্তির কথা জানিয়েছে।
 

  • 2/8

ওই ব্যক্তিরা জানিয়েছেন, পাকিস্তানে হিন্দু হয়ে তাদের কেমন সমস্যার মুখোমুখি হতে হয়। বন্ধু  ও সমাজ তাদের অন্য চোখে দেখে। নানারকম কথা শুনতে হয়। তারা জানান, পাকিস্তানের স্কুল বইতে ভারতবিরোধী ও হিন্দু-বিরোধী প্রচার চালানো হয় এবং শিশুদের স্কুল স্তর থেকেই ভারত বিরোধী কথা বইয়ে শেখানো হয়। 
 

  • 3/8

ইন্টারমিডিয়েট পাকিস্তান স্টাডিজ বইয়ে লেখা রয়েছে, সংকীর্ণ চিন্তা ভাবনার কারণে হিন্দু সমাজের পতন হয়েছে। হিন্দু সমাজে নারীদের অনেক নিচে স্থান দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে নারীদের সঙ্গে ভালো আচরণ করা হয় না। 

  • 4/8

পাকিস্তান স্টাডিজের দশম শ্রেণির বইয়ে লেখা হয়েছে যে মুসলিম ও হিন্দুরা বহু আন্দোলনে একসঙ্গে কাজ করেছে, তবে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে এমন সম্পর্ক আর নেই। কারণ হিন্দুরা মুসলিমদের শত্রু হিসাবে দেখতে শুরু করেছিল।

  • 5/8

সিন্ধু পাঠ্য বইয়ের বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাকিস্তান স্টাডিজ নামে একটি বইতে লেখা হয়েছে যে মানবতার শত্রু, হিন্দু ও শিখরা লক্ষ লক্ষ নারী, শিশু, বৃদ্ধ, যুবক এবং যুবককে মারাত্মকভাবে অপমান ও নির্মমভাবে হত্যা করেছিল। 

  • 6/8

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পঞ্চম শ্রেণির ইতিহাসে লেখা রয়েছে যে হিন্দুরা কাফের, যারা মুসলমানদের হত্যা করেছিল, তাদের সম্পত্তি কেড়ে নিয়েছিল এবং ভারত ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। তারা আমাদের পছন্দ করেনি, তাই আমরা পাকিস্তান তৈরি করেছি।

  • 7/8

২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় বলা হয়েছে যে, পাকিস্তানের পড়ানো বইগুলিতে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি ঘৃণা বাড়িয়ে তোলা হয়েছে। পাকিস্তানের জনসংখ্যার ৩.৫ শতাংশ অমুসলিম।

  • 8/8

একটি প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র ১.৫ শতাংশ হিন্দু। সেখানে পাঠনরত বইয়ে শৈশব থেকে হিন্দুফোবিয়া মনোভাব থাকে।
 

Advertisement
Advertisement