স্বামী-স্ত্রী বা যে কোনও প্রেমের সম্পর্কে যখন চিড় ধরে তখন তা এগিয়ে নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে পড়ে। বিশেষত সেই সম্পর্ক যেখানে প্রতারণার হয়। 'দ্য সান'-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই এক জটিল সম্পর্কের কথা ভাগ করে নেন আমেরিকার এক মহিলা।
নিজের জীবনের কথা জানিয়ে মহিলা বলেন,"১০ বছর আগে আমার স্বামী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। সেদিন থেকেই ওর ওপর থেকে বিশ্বাস উঠে যায়। কিন্তু ও আজও ওর সঙ্গে যৌন মিলনের জন্য জোরাজুরি করে।"
তিনি আরও জানান,"আমার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী ওকে ছেড়ে চলে গেছিল। তখন থেকেই ওর সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছিলাম। আমি ভাবতেই পারিনি একদিন সেই মানুষটাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।"
"আমার স্বামীর বয়স ৪৫ আর আমি ৪২। এখন ওর সন্তানরাই আমার চোখের মণি। ওর দুই সন্তানই আমার পৃথিবী। আমার সঙ্গে ও বিশ্বাসঘাতকতা করা সত্ত্বেও সন্তানদের আমি নিজের সঙ্গে নিয়ে আসি। কারণ, সন্তানদের নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। নাহলে কবেই ওকে ছেড়ে চলে যেতাম", বলেও জানান তিনি।
"এখন ওকে কোনওভাবেই সহ্য করা যাচ্ছে না। প্রতিদিন ওর সঙ্গে যৌন সঙ্গমের জন্য চাপ দেয়। ওর পাশ দিয়ে হেঁটে গেলে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ও এখনও বুঝতে পারছে না যে আমাদের সম্পর্ক আর আগের মতো নেই।"
মহিলার সম্পর্কের জটিলতার কথা জানতে পেরে সম্পর্ক বিশেষজ্ঞ তাঁকে জিজ্ঞেস করেন,"আপনি গত ১০ বছর ধরে এই যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন তা খুবই দুঃখজনক। আপনার স্বামীর আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ভুল করেছে। আমি এটা ভেবেই চিন্তিত যে এখন এই সম্পর্ক থেকে কী পাচ্ছেন আপনি?"
"আপনি বলেছেন ও বিশ্বাসঘাতকতা করেছে। তবে কেন এখনও ওর সঙ্গে রয়েছেন? ওকে কি ভালোবাসেন? যদি বেসেই থাকেন তাহলে আপনাকে সম্পর্ক বাঁচানোর জন্য অনেক সংঘর্ষ করতে হবে"
সম্পর্কবিদ মহিলাকে আরও পরামর্শ দেন,"আপনার সঠিক সময় দেখে স্বামীর সঙ্গে আলোচনা করুন। সমস্ত সমস্যা, রাগের কথাগুলি খুলে বলুন। প্রয়োজন পড়লে কোনও কাউন্সিলরের সাহায্য নিন।"
সঙ্গে আরও জানান, এর আগেও অনেক মহিলাকে সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়তে দেখেছি। তবে আমার পরামর্শ শুনলে উপায় মিলতে পারে।