Advertisement

বিশ্ব

Modi-Putin Car Ride: সে দিন গাড়িতে ৪৫ মিনিট মোদীর সঙ্গে কী গল্প হয়েছিল? 'আজতক'-কে খোলসা করলেন পুতিন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2025,
  • Updated 2:11 PM IST
  • 1/9

রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন। ৪ ডিসেম্বর সন্ধ্যায় দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে নয়াদিল্লিতে আসছন পুতিন। ভারতে পৌঁছানোর কয়েক ঘন্টা আগে, পুতিন আজতককে একটি সাক্ষাৎকার দিয়েছেন। 

  • 2/9

ক্রেমলিনের ঐতিহাসিক একাতেরিনা  হলের ভেতরে এই ইন্টারভিউটি নেওয়া হয়।  টিভি টুডে নেটওয়ার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জনা ওম কাশ্যপ এবং টিভি টুডে নেটওয়ার্কের বিদেশ বিষয়ক এডিটর গীতা মোহন কথা বলেন পুতিনের সঙ্গে।
 

  • 3/9

আজতক-এর সঙ্গে এক সাক্ষাৎকারে, পুতিন তাঁর সফর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্বের কথা বলেছেন। অগাস্ট-সেপ্টেম্বরে চিনের তিয়ানজিনে ২৫তম সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনের সময় মোদীর সঙ্গে গাড়ি চড়ার কারণও ব্যাখ্যা করেছেন পুতিন।
 

  • 4/9

এই বছরের অগাস্ট-সেপ্টেম্বর মাসে, ভ্লাদিমির পুতিন এবং প্রধানমন্ত্রী মোদী চিনের তিয়ানজিনে দেখা করেছিলেন। দুই নেতাকে একই গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল, যা বিশ্বব্যাপী আলোড়ন তুলেছিল।
 

  • 5/9

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই গাড়ি চড়ার  বিষয়ে  প্রশ্নের জবাবে, প্রেসিডেন্ট  পুতিন আজতককে বলেন, 'কোন পূর্ব পরিকল্পনা ছিল না। আমরা দু'জনেই বেরিয়ে পড়লাম, আমি আমার গাড়িটি সামনে দেখতে পেলাম। আমি তাঁকে (মোদী) আমার সঙ্গে  আসতে বলেছিলাম। এর চেয়ে বেশি কিছু ছিল না।'
 

  • 6/9

পুতিন আরও বলেন, 'পথে, আমরা সাধারণ বন্ধুদের মতো আড্ডা দিয়েছি। আমাদের সবসময় কথা বলার মতো কিছু না কিছু থাকে। আমরা সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি। আমরা কথোপকথনে এতটাই মগ্ন ছিলাম যে আমরা বুঝতেও পারিনি যে লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে।'
 

  • 7/9

চিনে SCO বৈঠকের সময় পুতিন এবং মোদীর গাড়ি ভ্রমণ সেই সময়ে অনেক আলোচনার হট টপিক ছিল । এমনকি মোদীও একটি ট্যুইটে সেই অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন।
 

  • 8/9

প্রসঙ্গত চিনে  SCO  শীর্ষ সম্মেলনের সময়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার  প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের মধ্যে দারুণ  রসায়ন দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী মোদী এবং পুতিনকে একই গাড়িতে দেখা গিয়েছিল, যা সারা বিশ্বে আলোচিত হয়েছিল। 

  • 9/9

দুই নেতা গাড়িতে প্রায় ৪৫  মিনিট কথাও বলেন, তবে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা স্পষ্ট ছিল না। এখন রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিন নিজেই গাড়িতে তাঁর এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে কী আলোচনা হয়েছে তা প্রকাশ করলেন। 

Advertisement
Advertisement