Advertisement

বিশ্ব

Vaccine নিতেই শরীরে কীসের দাগ? পা কেটে ফেলার উপক্রম!

Aajtak Bangla
  • 22 Apr 2021,
  • Updated 11:47 PM IST
  • 1/7

করোনাভাইরাস সারা বিশ্বে আতঙ্ক  তৈরি করেছে। সংক্রমণের গতি কমাতে বিশ্বজুড়ে টিকাদান ত্বরান্বিত হচ্ছে। তবে এই টিকা গ্লাসগোর এক মহিলার জীবনে  সমস্যা বয়ে এনেছে। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে উঠেছে। মহিলা দাবি করেছেন যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পরে তার পায়ে রক্তের ফোস্কা দেখা দিয়েছে। সেই সঙ্গে ব্যথাও শুরু হয়েছে । (ছবির ক্রেডিট: Geety)
 

  • 2/7

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, গ্লাসগোযর সারা বুকম্যান বলেছেন যে মার্চের মাঝামাঝি সময়ে অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণের পরে তাঁর শরীরে  ফ্লুর মতো লক্ষণ দেখা দিয়েছিল। এটি খুব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, তবে এক সপ্তাহের পরে তিনি পায়ে ব্যথা অনুভব করতে শুরু করেন। এরপরে, গোড়ালির চারপাশে লাল  ফুসকুড়ি দেখা দেয়। 
 

  • 3/7

এটি দেখে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু দুপুরের মধ্যেই তার ত্বকে রক্তের ফোস্কা দেখা দিয়ে। মহিলাকে তাৎক্ষণিকভাবে কুইন এলিজাবেথ ইউনির্ভাসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু  হয়।  (ছবির ক্রেডিট: Geety)
 

  • 4/7

পা কাটতে হবে এমন আশঙ্কায় ভীত হয়ে পড়েছিলেন ওই মহিলা। তবে চিকিৎসকরা এখনও তাঁকে এমন কিছু বলেননি। 

  • 5/7

বুকম্যান হাসপাতালে ১৬ দিন অতিবাহিত করেছিলেন এবং এখনও তার হাত, মুখ, পায়ে ফোস্কা দেখা যাচ্ছে। যদিও চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন, তবুও তিনি পায়ে ব্যান্ডেজ এবং ত্বকে ফোসকা পড়ার কারণে হাঁটতে পারছেন না বলে হুইলচেয়ার ব্যবহার করছেন। 
 

  • 6/7

ব্রিটিশ চর্ম বিশেষজ্ঞরা জানিয়েছেন যে ভ্যাকসিন গ্রহণের পরে মহিলার যেটা হয়েছে তা  খুব বিরল প্রতিক্রিয়া। তবে নিজের এমন দশার পরও বুকম্যান ব্রিটেনবাসীকে ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন। এবং তাঁদের সচেতনতা বাড়াতে  নিজের গল্পটিও বলছেন।  (ছবির ক্রেডিট: Geety)
 

  • 7/7

তবে তিনি এও বলেছেন যে লোকদের ভয় দেখানো উচিত নয়। মহিলাটি জানিয়েছেন তাঁর শরীরে প্রতিক্রিয়া হওয়ায় চিকিৎসকার তাঁকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দিতে চাননি। 

Advertisement
Advertisement