পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল ন্যাশনাল অ্যাসেম্বিলতে। বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান। এই ঘটনায় দেশবাসীকে ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী ইমরান খান সুরী। পাশাপাশি দেশকে ভোটের প্রস্তুতি নেওয়ার কথাও বলেন ইমরান। সংসদের পরবর্তী বৈঠক আগামী ২৫ এপ্রিল।
জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খান বলেন, তিনি সংসদ ভাঙার প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়া প্রস্তাব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে বৈদেশিক চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে দেশের মানুষকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দেন ইমরান খান।
ইমরান খান আরও বলেন, "স্পিকারের সিদ্ধান্তে প্রত্যেক পাকিস্তানিকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব একটি বৈদেশিক চক্রান্ত। পাকিস্তানের সিদ্ধান্ত নেওয়া উচিত যে কে শাসন করবে। কোনও বিদেশি শক্তির এটি সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। আমি রাষ্ট্রপতিকে বিধানসভা ভেঙে দেওয়ার বিষয়ে লিখেছি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হওয়া উচিত। আমি পাকিস্তানের মানুষকে ভোটের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।"
আরও পড়ুন - রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে মমতাকে চিঠি বিশিষ্টদের, হিংসা বন্ধের আর্জি