Corona-র নতুন ভ্যারিয়েন্ট Omicron সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে। ভারত-সহ বিশ্বের অনেক দেশ এই সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে। করোনা ভাইরাসের এই নতুন রূপটি দ্রুত ছড়িয়ে পড়ে। এরই মধ্যে একটি স্বস্তির খবর সামনে এল। সম্প্রতি, ওয়াশিংটনের বিজ্ঞানী এবং ভাইরোলজিস্ট ডক্টর কুতুব মাহমুদ বলেছেন যে, এই মহামারী চিরকাল চলতে পারে না এবং এর শেষ খুব কাছাকাছি।
ডক্টর কুতুব বলেন, এই ভাইরাস ও বিশ্বের লড়াই অনেকটা দাবা খেলার মতো। যেখানে একটা ম্যাচ ড্র হয়, আবার কোনও ম্যাচে কেউ হারে বা জেতে। তবে আমরাই জিতব। সেই দিন খুব বেশি দূরে নেই।'
আরও পড়ুন : কোচবিহারে পুলিশের লাঠি কাড়লেন মহিলা! ধর্ষকদের গ্রেফতারের দাবিতে উত্তেজনা
প্রসঙ্গত করোনার বিরুদ্ধে ভারতও জোর কদমে লড়াই করছে। প্রায় ১৫৬ কোটি ভ্যাকসিনেশন হয়েছে। এ বিষয়ে ডক্টর কুতুব বলেন, 'ভ্যাকসিন হল করোনার বিরুদ্ধে লড়াইয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তিনি বলেন, আমাদের কাছে ভ্যাকসিন, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিবডির মতো অস্ত্র রয়েছে যা আমরা ভাইরাসের বিরুদ্ধে ব্যবহার করেছি।'
ভাইরোলজিস্ট ডক্টর কুতুব মাহমুদ দাবা খেলার উদাহরণ দিয়ে বলেন, 'ভাইরাস তার নিজস্ব চাল দিচ্ছে। আমরা মানুষরাও আমাদের চাল দিয়ে ভাইরাসকে পরাজিত করার চেষ্টা করছি। মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার মতো পদক্ষেপগুলিকে নিতে হবেই। এইসব কৌশলে করোনা হারবে।'
আরও পড়ুন : TMC-র নিয়ন্ত্রণ মমতার হাত থেকে চলে যাচ্ছে, দাবি দিলীপের
তিনি আরও বলেন, 'যদি কোনও মিউট্যান্ট আরও তৈরি হয়, তাহলে তার থেকে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নেই। যদি সমগ্র জনসংখ্যাকে টিকা দেওয়া হয়, তাহলে আমরা সবাই যে কোনও ধরনের ভাইরাস থেকে নিরাপদ থাকতে পারি।'
ডঃ কুতুব ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের প্রশংসা করতে গিয়ে বলেছিলেন যে, 'এটি একটি ভালো দেশীয় পণ্য, যার জন্য আমি ভারত সরকার এবং ভারতীয় সংস্থাকে অভিনন্দন জানাতে চাই৷'