Advertisement

প্রশান্ত মহাসাগরের তলায় হলুদ ইটের রাস্তা! খোঁজ পেলেন বিজ্ঞানীরা

ওশান এক্সপ্লোরেশন ট্রাস্টের (Ocean Exploration Trust) গবেষকরা প্রতিদিন এখান থেকে লাইভ ফুটেজ দিয়ে থাকেন। সম্প্রতি, ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে গভীর সমুদ্রে খোঁজ চালানোর সময় গবেষকদের হলুদ রাস্তাটি চোখে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে। কেউ বলছেন সেটি আটলান্টিসের পথ, আবার কেউ বলছেন সেটি ইটের হলুদ রাস্তা।

Photo Source : Ocean Exploration Trust
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 May 2022,
  • अपडेटेड 9:37 PM IST
  • প্রশান্ত মহাসাগরের তলায় হলুদ রাস্তার হদিশ
  • ধরা পড়ল ক্যামেরায়
  • ছবি দেখে অবাক বিজ্ঞানীরা

হাওয়াইয়ান দ্বীপপুঞ্জের  (Hawaiian Islands) ঠিক উত্তরে গভীর সমুদ্র অভিযানে, একটি হলুদ ইটের রাস্তা দেখতে পেয়েছেন  বিজ্ঞানীরা। এই অপরূপ দৃশ্য দেখে নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছেন না গবেষকরা। কিন্তু এই রাস্তাটি আসলে রাস্তা নয়, একটি প্রাচীন হ্রদ ছিল যা শুকিয়ে গিয়েছিল। এই বিস্ময়কর দৃশ্যটি এক্সপ্লোরেশন ভেসেল নটিলাস-এ (exploration vessel Nautilus) বন্দী হয়েছে। বর্তমানে Papahānaumokuākea Marine National Monument (PMNM) লিলিউওকালানি রিজ-এর (Liliʻuokalani ridge) জরিপ করছে। 

Papahānaumokuākea Marine National Monument (PMNM) বিশ্বের বৃহত্তম সামুদ্রিক সংরক্ষণ এলাকাগুলির মধ্যে একটি। এটি এতোতাই বড় যে আমেরিকার সমস্ত জাতীয় উদ্যান একত্র করা হলেও এর সমান হবে না। কিন্তু এখন পর্যন্ত এর সমুদ্রতলের মাত্র ৩ শতাংশ আবিষ্কৃত হয়েছে। 

Photo Source : Ocean Exploration Trust

ওশান এক্সপ্লোরেশন ট্রাস্টের (Ocean Exploration Trust) গবেষকরা প্রতিদিন এখান থেকে লাইভ ফুটেজ দিয়ে থাকেন। সম্প্রতি, ইউটিউবে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যেখানে গভীর সমুদ্রে খোঁজ চালানোর সময় গবেষকদের হলুদ রাস্তাটি চোখে পড়ার মুহূর্তটি ধরা পড়েছে। কেউ বলছেন সেটি আটলান্টিসের পথ, আবার কেউ বলছেন সেটি ইটের হলুদ রাস্তা।

হাজার হাজার কিলোমিটার সমুদ্রের নিচে অবস্থিত হওয়া সত্ত্বেও গবেষকদের আবিষ্কৃত হ্রদটি আশ্চর্যজনকভাবে শুষ্ক বলে মনে হচ্ছে। গবেষকরা বলছেন সেটিকে একটি বেকড ক্রাস্টের (Baked Crust) মতো দেখাচ্ছে। ছবিতে যে ইটগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে ইট নয়, পাথরের একটি অংশ যা এমনভাবে ভাঙা হয়েছে যে দেখতে ইটের মতো লাগছে। 

আরও পড়ুুনঅশনি মোকাবিলায় সতর্কতা, বাতিল হয়ে গেল কর্মীদের ছুটি

 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement