Advertisement

Taliban raze Somnath idol: আফগানিস্তানে সোমনাথের মূর্তি ধ্বংস করল তালিবানিরা

আফগানিস্তানে ঐতিহাসিক সোমনাথের মূর্তি ধ্বংস করল তালিবানিরা। সেখানে তারা মহম্মদ গজনির শিরনি নতুন করে বানাবে। এই দাবি করেছে। তালিবানি নেতা আনাস হাক্কানি সোমনাথ মন্দিরে গিয়েছিল। সেই ছবিও টুইটবার্তায় সামনে এনেছে। সেখানে সে দাবি করেছে, তালিবানিরা সোমনাথের মূর্তি ধ্বংস করে দিয়েছে।

সোমনাথের মূর্তি ধ্বংস
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Oct 2021,
  • अपडेटेड 2:12 PM IST

আফগানিস্তানে ঐতিহাসিক সোমনাথের মূর্তি ধ্বংস করল তালিবানিরা। সেখানে তারা মহম্মদ গজনির শিরনি নতুন করে বানাবে। এই দাবি করেছে। 

আরও পড়ুন : উৎসবে অন্ধকারে ডুবে থাকবে দেশ? কেন

তালিবানি নেতা আনাস হাক্কানি সোমনাথ মন্দিরে গিয়েছিল। সেই ছবিও টুইটবার্তায় সামনে এনেছে। সেখানে সে দাবি করেছে, তালিবানিরা সোমনাথের মূর্তি ধ্বংস করে দিয়েছে। সেখানে এবার গজনির শিরনি নতুন করে বানানো হবে। 

সমসাময়িক সোমনাথ মন্দিরের পুনর্গঠন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের নির্দেশে শুরু হয়েছিল। তাঁর মৃত্যুর পর এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হয়েছিল। বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমনাথ মন্দির ট্রাস্টের চেয়ারম্যান পদে রয়েছেন।

আরও পড়ুন : কী করা যাবে, কী নয়? দুর্গাপুজোয় রাজ্যের ১১ গাইডলাইন

একটি টুইট বার্তায় আনাস হাক্কানি বলেন, 'আজ আমরা সুলতান মাহমুদ গজনভির মাজার জিয়ারত করেছি। গজনি একজন বিখ্যাত মুসলিম যোদ্ধা এবং দশম শতাব্দীর মুজাহিদ ছিলেন। গজনবি (আল্লাহর রহমত) গজনি থেকে এই অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সোমনাথের মূর্তি ভেঙে দিয়েছিলেন।' 

এই প্রথম নয়। এর আগেও তালিবানিরা আফগানিস্তান দখল করার পর বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করেছিল। এবার ক্ষমতা দখলের পর তারা  আফগানিস্তানের গজনি প্রদেশের গজনি গেট ধ্বংস করে। এছাড়াও তাণ্ডব চালায় শহরজুড়ে। অসংখ্য ঐতিহাসিক নিদর্শন নষ্ট করে দেয়। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement