scorecardresearch
 

KBC-র সেটে রক্তারক্তি, আহত Big B ভর্তি হাসপাতালে

৮০ বছর বয়সেও এভারেস্টের উচ্চতা ছুঁতে চান অমিতাভ বচ্চন! তবে মাঝে মধ্যে দুর্ঘটনা দুর্যোগ তাঁকে সমস্যায় ফেলে। রবিবার অমিতাভ জানান, কেবিসি-র সেটে একটা ধারাল ধাতুর টুকরোয় তাঁর বাঁ পায়ের একটি শিরা কেটে যায়। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। রক্ত বন্ধ করতে পায়ে সেলাইও করতে হয়।

Advertisement
KBC-র সেটে রক্তারক্তি, আহত Big B ভর্তি হাসপাতালে KBC-র সেটে রক্তারক্তি, আহত Big B ভর্তি হাসপাতালে

৮০ বছর বয়সেও এভারেস্টের উচ্চতা ছুঁতে চান অমিতাভ বচ্চন! তবে মাঝে মধ্যে দুর্ঘটনা দুর্যোগ তাঁকে সমস্যায় ফেলে। রবিবার অমিতাভ জানান, কেবিসি-র সেটে একটা ধারাল ধাতুর টুকরোয় তাঁর বাঁ পায়ের একটি শিরা কেটে যায়। হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। রক্ত বন্ধ করতে পায়ে সেলাইও করতে হয়।

রবিবার সকালে একটি বিবৃতিতে তিনি জানান, "A jutting piece of metal sliced my left calve and managed to cut the vein .. the vein when cut spurts out the ‘red’ uncontrollably .. but had the nerve to get the doc and so into an OT and the stitching up .. with the assistance of team of staff and docs in time..." তর্জমা করলে দাঁড়ায়, 'একটি ধারাল ধাতুর টুকরোয় আমার বাঁ পায়ের কাফ মাসলের ভিতরকার একটি শিরা কেটে যায়। রক্ত থামতে চাইছিল না। দ্রুত হাসপাতালে গিয়ে সেলাই করাতে হয়। সময়মতো চিকিৎসার জন্য আমার টিম এবং চিকিৎসকদের ধন্যবাদ জানাই।'

খবরে নিঃসন্দেহে তাঁর ভক্তরা উদ্বিগ্ন হন। আপাতত বিশ্রামে রয়েছেন। তিনি একেবারেই স্থিতিশীল সে কথাও জানিয়েছেন অমিতাভ। তবে চিকিৎসকরা তাঁকে কোনও রকম চলাফেরা হাঁটাহাঁটি করতে নিষেধ করেছেন। তাঁর জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতি-র পরবর্তী পর্বগুলি শুটিংয়ের বিষয়ে কী হবে তা এখনও জানা যায়নি।

আগামী ১১ নভেম্বর তাঁর নতুন ছবি উঁচাইয়া মুক্তি পাবে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বিগ বি-কে। অন্যান্য চরিত্রে রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা, পরিনীতি চোপড়া, ড্যানি ডেনজংপা, বোমন ইরানি প্রমুখ।

 

Advertisement