scorecardresearch
 

Jacqueline Fernandez: ২০০ কোটি আর্থিক তছরুপ মামলায় অন্তবর্তী জামিন জ্যাকলিনকে

সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) বড় ধরনের স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্দেজ। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট (Patiala House Court) অভিনেত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে।

Advertisement
Jacqueline Fernandez: আর্থিক তছরুপ মামলায় অন্তবর্তী জামিন জ্যাকলিনকে Jacqueline Fernandez: আর্থিক তছরুপ মামলায় অন্তবর্তী জামিন জ্যাকলিনকে

সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar) সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) বড় ধরনের স্বস্তি পেলেন জ্যাকলিন ফার্নান্দেজ। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট (Patiala House Court) অভিনেত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় সোমবার পাতিয়ালা আদালতে হাজির হয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।


অন্তর্বর্তীকালীন জামিন পেলেন জ্যাকলিন

মানি লন্ডারিং মামলায় পাতিয়ালা হাউস কোর্টে গিয়েছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ। আদালত জ্যাকলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। আসলে, ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় আদালত অভিনেত্রীকে তলব করেছিল। এরপর মানি লন্ডারিং মামলায় অভিনেত্রীর আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত অভিনেত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন।


পরবর্তী শুনানি কবে হবে?

তথ্য অনুযায়ী, অতিরিক্ত দায়রা জজ শৈলেন্দ্র মালিক জামিনের আবেদনে ইডির (ED) কাছে জবাব চেয়েছেন। তত দিন পর্যন্ত অভিনেত্রীর জামিন আদালতে বিচারাধীন থাকবে। জ্যাকলিনের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫০ হাজার টাকার বন্ডে অভিনেত্রীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলার পরবর্তী শুনানি হবে ২২ অক্টোবর।

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) জ্যাকুলিনকে প্রায় ৮ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছিল। জিজ্ঞাসাবাদে জ্যাকুলিনকে কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে দেখা গেছে। জ্যাকলিন ছাড়াও ইওডব্লিউ পিঙ্কি ইরানিকে তলব করেছিল। জ্যাকলিনকে সুকেশের সঙ্গে কথা বলতে সাহায্য করেছিলেন পিঙ্কি ইরানি। কিন্তু জিজ্ঞাসাবাদে দুজনেরই প্রশ্ন মেলেনি।


পুরো বিষয়টি কী?

সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্ক সামনে আসার পর থেকে আইনি ঝামেলায় পড়েছেন তিনি। ২১৫ কোটি টাকার আর্থইক তছরুপ মামলায় অভিনেত্রীকে অভিযুক্ত করেছে ইডি। জালিয়াতির মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি।

Advertisement

জ্যাকলিনের অভিযোগ, সুকেশ চন্দ্রশেখর তাকে প্রায় ৭ কোটি টাকার গয়না উপহার দিয়েছেন। এছাড়াও, প্রতিটি ৯ লক্ষ টাকা মূল্যের ৩টি পারস্য বিড়াল, প্রায় ৫২ লক্ষ টাকা মূল্যের একটি আরবি ঘোড়া, ১৫ জোড়া কানের দুল, হিরের সেট, অমূল্য ক্রোকারিজ, গুচি এবং চ্যানেলের মতো দামি ব্র্যান্ডের ডিজাইনার ব্যাগ। গুচি পোশাক, লুই ভিটনের কয়েক জোড়া জুতা, দুটি হিউমের ব্রেসলেট, একটি মিনি কুপার গাড়ি, দামি রোলেক্স ঘড়িও উপহার দেওয়া হয়েছিল অনুষ্ঠানের জন্য।

 

Advertisement