scorecardresearch
 

Money Laundering Case: জ্যাকলিনকে 'ম্যারাথন' জেরার পরিকল্পনা দিল্লি পুলিশের

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের (Jacqueline Fernandez) সমস্যা বেড়েই চলেছে। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) আজ দিল্লি পুলিশের সামনে হাজির হতে চলেছেন জ্যাকলিন। দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখা (EOW) জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।

Advertisement
জ্যাকলিন ফার্নান্দেজ জ্যাকলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের (Jacqueline Fernandez) সমস্যা বেড়েই চলেছে। সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) আর্থিক তছরুপ মামলায় (Money Laundering Case) আজ দিল্লি পুলিশের সামনে হাজির হতে চলেছেন জ্যাকলিন। দিল্লি পুলিশের আর্থিক অপরাধ শাখা (EOW) জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে।


জ্যাকলিনের জন্য প্রস্তুত প্রশ্নের তালিকা

দিল্লি পুলিশ অভিনেত্রীর জন্য প্রশ্নের দীর্ঘ তালিকাও তৈরি করেছে। সকাল ১১টায় দিল্লি পুলিশের EOW-এর সামনে হাজির হবেন জ্যাকুলিন। ২০০ কোটি টাকার বেশি প্রতারণার মূল হোতা সুকেশ চন্দ্রশেখরের মামলায় জ্যাকলিনকে জেরা করা হবে।

এর আগেও পুলিশ জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদের জন্য দুবার (১২ সেপ্টেম্বর এবং ২৯ আগস্ট) সমন পাঠিয়েছিল। কিন্তু পুলিশের সামনে হাজির হননি অভিনেত্রী। তৃতীয় সমন নিয়ে দিল্লি পুলিশ অভিনেত্রীকে কড়া নির্দেশ দেয়। এর পর হাজির না হলে হয়তো গ্রেফতারির মুখে পড়তে হতে পারে জ্যাকলিনকে। এখন যে কোনও পরিস্থিতিতে পুলিশের সামনে হাজির হতে হবে তাঁকে।


এমন প্রশ্ন করা হবে জ্যাকলিনকে

বলা হচ্ছে, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিনের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে দিল্লি পুলিশ। এ ছাড়া সুকেশ অভিনেত্রীকে যে দামি ও মূল্যবান উপহার দিয়েছেন সে বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। জ্যাকলিনকে জিজ্ঞাসা করা হবে যে তিনি কতবার সুকেশের সঙ্গে দেখা করেছেন এবং কতবার ফোনে সুকেশের সঙ্গে কথা বলেছেন।


জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ করবেন এই অফিসাররা

EOW এর যুগ্ম কমিশনার ছায়া শর্মা
বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব
এরা ছাড়াও আরও প্রায় ৫ থেকে ৬ জন কর্মকর্তা থাকবেন
 

পিঙ্কি ইরানিকেও জিজ্ঞাসাবাদ করা হবে

জ্যাকলিন ছাড়াও EOW পিঙ্কি ইরানিকে তলব করেছে। জ্যাকলিনকে সুকেশের কথা বলতে সাহায্য করেছিলেন পিঙ্কি ইরানি। সূত্রের খবর, জ্যাকুলিন ও পিঙ্কিকে মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement

জ্যাকুলিনকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ। আজ ১৪ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের পর, দিল্লি পুলিশ আগামীকালও জিজ্ঞাসাবাদের সিরিজ চালিয়ে যেতে পারে। জ্যাকলিনের আগে এই ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে ৬ ঘণ্টা জেরা করেছে দিল্লি পুলিশ।

তথ্য অনুযায়ী, সুকেশ জ্যাকুলিনকে ১০ কোটি টাকার মূল্যবান উপহার দিয়েছেন। আরও বলা হয়েছে যে জ্যাকুলিনের পরিবারের সদস্যদের দামি উপহারও দিয়েছিলেন সুকেশ। পরিবারকে দেওয়া উপহারের মধ্যে রয়েছে গাড়ি, দামি জিনিসপত্র ছাড়াও ১.৩২ কোটি টাকা এবং পরে আরও ১৫ লাখ টাকা।

জ্যাকুলিন এবং সুকেশের সম্পর্কের কথা বলতে গেলে, দুজনেই একে অপরের সঙ্গে রোমান্টিক সম্পর্কে ছিলেন। কিছু সময় আগে জ্যাকুলিন এবং সুকেশের কিছু অন্তরঙ্গ ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যার পরে তাদের নিয়ে প্রচুর ট্রোল করা হয়। তৈরি হয় প্রচুর মিমও।

 

Advertisement