পর্নোগ্রাফিক কনটেন্ট (Pornographic Content) তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Police Crime Branch)। পুলিশের অভিযোগ, পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছবিয়ে দিতেন ইন্টারনেটে। যথেষ্ট তথ্য-প্রমাণও রয়েছে পুলিশের হাতে, এমনটাই দাবি করেছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। মুম্বইয়ের মালবানি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৯২, ৩৯৩, ৪২০, ৩৪, আইটি অ্যাক্টের ৬৭ এবং ৬৭ A, তার সঙ্গে Indecent Representation of Women (Prohibition) Act-এর ২G, ৩, ৪, ৬, এবং ৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।
মডেলের বিস্ফোরক অভিযোগ
পর্নোগ্রাফি কাণ্ডে নতুন করে আরও একটি মামলা রুজু করল পুলিশ। এক মডেলের অভিযোগের ভিত্তিতে এই এফ আই আর করা হয়েছে মালবানি থানায়। অভিযোগকারিনী জানিয়েছেন, অ্যাডাল্ট কনটেন্টে কাজ করার জন্য তাঁকে বাধ্য করা হয়েছিল। তিনি মুম্বই ক্রাইম ব্রাঞ্চে যোগাযোগ করে জানান, বড় বাজাটের বড় স্টারকাস্টের একট ছবির কথা বলে তাঁকে অ্যাডাল্ট কনটেন্টে কাজ করানো হয়েছিল। পুরো ঘটনা শোনার পর ক্রাইম ব্রাঞ্চ মালবানি থানায় অভিযোগ দায়ের করেছে।
এই মামলায় অভিনেত্রী গেহনা বশিষ্ট (Gehna Vashisth) এবং হটশট সংস্থার চার জন প্রযোজকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। এই সংস্থার মালিক রাজ কুন্দ্রা। যদিও এই মামলায় রাজ কুন্দ্রার নাম সরাসরি নেই, তবুও তাঁর সমস্যা এতে কিছু কম হবে না বলে মনে করা হচ্ছে। এই মামলাটি ক্রাইম ব্রাঞ্চের হাতেই তুলে দেওয়া হবে। যারা পরে ঘটনার তদন্ত করবে।
গেহনাকে তলব
বয়ান রেকর্ড করার জন্য অভিনেত্রী গেহনা বশিষ্টকে আগেই তলব করেছইল ক্রাইম ব্রাঞ্চ। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার পর্যন্ত সময় চেয়েছেন গেহনা। আপাতত রাজ কুন্দ্রাকে জেল হেফাজতে রাখা হয়েছে। সামনের মাসে মামলার পরবর্তী শুনানিতে রাজ কুন্দ্রার কোনও সুরাহা হয় কিনা সেটাই এখন দেখার।