scorecardresearch
 

ব্যঙ্গ বুমেরাং? রুদ্রনীলের ভিডিওয় নেটিজেনদের তীব্র কটাক্ষ, জুটল নানা তকমা

আদ্যন্ত মজার ভিডিও হলেও রাজনৈতিক। রাজ্যের শাসক দল তৃণমূল বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতি-অভিযোগকে হাতিয়ার করে লেখা কবিতা পাঠ করলেন ঠিকই, তবে তিনি নিজেও পার পেলেন না। নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হল রুদ্রনীলকে।

Advertisement
রুদ্রনীল ঘোষ রুদ্রনীল ঘোষ
হাইলাইটস
  • মাস খানেক হল 'সবুজ লুঙ্গি' ছেড়ে 'গেরুয়া ধুতি' পরেছেন তিনি
  • একটি কবিতা ভিডিও আকারে পোস্ট করলেন রুদ্রনীল ঘোষ
  • কবিতা পাঠ করলেন ঠিকই, তবে তিনি নিজেও পার পেলেন না

মাস খানেক হল 'সবুজ লুঙ্গি' ছেড়ে 'গেরুয়া ধুতি' পরেছেন তিনি। এ বার তা নিয়ে একটি কবিতা ভিডিও আকারে পোস্ট করলেন রুদ্রনীল ঘোষ। আদ্যন্ত মজার ভিডিও হলেও রাজনৈতিক। রাজ্যের শাসক দল তৃণমূল বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতি-অভিযোগকে হাতিয়ার করে লেখা কবিতা পাঠ করলেন ঠিকই, তবে তিনি নিজেও পার পেলেন না। নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়তে হল রুদ্রনীলকে।

ভিডিওটিকে ভাইরাল বলা যায়। ১২ ঘণ্টার মধ্যে ৩৭ হাজার রিয়্যাকশন, প্রায় সাড়ে ৫ হাজার কমেন্ট। ১১ হাজার বার শেয়ার করা হয়েছে ভিডিওটি। কমেন্টের অধিকাংশই কিন্তু রুদ্রনীলকে নিয়ে সমালোচনা মূলক। কমেন্টে তাঁকে নিয়ে পাল্টা কবিতাও লিখছেন অনেকে। পঙ্কজ সেনগুপ্ত নামে একজন লিখছেন, 'এখন কেনো চোর বলছেন মশাই, আপনিও তো ছিলেন যুক্ত। খেতে শুরু করলেন মাংস এখন, আগে যে খেয়েছেন শূক্ত। দুনিয়াতে অনেক দেখেছি আমরা, গিরগিটি ও বিষ কোবরা, গেরুয়া যে বড় বিশ্বাসঘাতক, আপনাকেও বানাবে ছোবরা। তাইতো বলি রুদ্রবাবু, ভালোই পারেন খেয়ে মুখ মুছতে। একটু হলেও জনগণের হলো লেট, আপনাকে ভালো করে বুঝতে।'

 

অনেকেই অভিযোগ করলেন, এখন তিনি দুর্নীতির নানা অভিযোগ তুলছেন। 'এত দিন ঘুসের টাকায় ২ লক্ষ টাকা বেতন নিতেন... এখন দল পাল্টে সাধু হয়ে গেলেন।' শুধুমাত্র রাজ্য সরকারকে বেঁধা কেন, কেন্দ্র সরকারের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি ঘটনার উল্লেখ করে রুদ্রনীলকে একচা কবিতা লেখারও ফরমায়েশ করেন অনেকে। লেখেন, 'অমিত শাহ-র ছেলের এত উন্নতি, শুধু ভাইপোর গুণগান হবে কেন, বাপ-ছেলেরও হোক! কৃষি আইন আরও কত কী, আপনার তো চোখ কান খোলা, একটু লিখুন না ফ্যাসিস্ত ডিক্টেটর শাসকদের নিয়ে...'

তবে এ সব নিয়ে রুদ্রনীল পাল্টা কোনও জবাব দেননি। তাঁর সবুজ লুঙ্গি ছেড়ে গেরুয়া ধুতি পরাকে অনেকে গিরগিটির সঙ্গেও তুলনা করেন। কারণ যাই হোক, ভোটের আগে রুদ্রনীলকে নিয়ে সরগরম বাংলার নেটিজেনরা।

Advertisement

 

Advertisement