গোয়ায় শুরু হল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)। গত কাল থেকেই তারকাদের উপস্থিতিতে জমজমাট গোয়া। আর গোয়ার এই জাতীয় মঞ্চে এক টুকরো বাঙালিয়ানার স্বাদ দিলেন বাংলার অন্যতম সেরা অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। গোয়ার এই জমজমাট শো তে বাংলা গানেই নিজের বাংলাকে উপস্থাপন করলেন অভিনেত্রী। শুধু তাই নয় স্টেজ শেয়ার করলেন সলমান খান (Salman Khan), রণবীর সিং (Ranveer Singh), মৌনী রায় (Mouni Roy), রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh), জিনেলিয়া ডি সুজা (Genelia D'Souza), শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) মত বলিউড স্টারদের সঙ্গে। এদিন ছিল এই শো এর উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
সম্ভবত এমনটা এই প্রথম ঘটল, যে জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে সম্পূর্ণ বাংলা গানে গোটা অনুষ্ঠান সাজিয়ে পারফর্ম করলেন কোনও অভিনেত্রী। সে দিক থেকে সাধুবাদ প্রাপ্য ঋতাভরীর। বাংলা ভাষা, বাংলার সংস্কৃতিকে তুলে ধরার জন্য তিনি এমন একটি মঞ্চ বেছে নিলেন যেখানে প্রধানত বলিউড ছবির রমরমা। যাঁরা পারফর্ম করেছেন তাঁরা সকলেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। এবং তাঁরা সকলেই হিন্দি গানেই পারফর্ম করেছেন। সেখানে এমন পারফর্ম্যান্স সব সময় বিশেষ জায়গা তৈরি করে নেয়। যেমনটা করলেন ঋতাভরী।
এত বড় মঞ্চে নিজের বাংলাকে উপস্থাপন করে আপ্লুত খোদ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন 'গতকাল গোয়াতে অনুষ্ঠিত হল ৫২ তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। আমার বাংলা সব সময় লাইম লাইটের কেন্দ্রবিন্দুতে থাকে। জাতীয় স্তরের অনুষ্ঠানে সমস্ত বাংলা গানে পারফর্ম করলাম। সলমন খান, রণবীর সিং, মৌনি রায়, রীতেশ দেশমুখ, জিনেলিয়া ডি’ সুজা, শ্রদ্ধা কাপুরের মতো তারকাদের সঙ্গে স্টেজ শেয়ার করে আমি কৃতজ্ঞ।' এ বছর ‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ হিসেবে সম্মানিত করা হয়েছে বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনি এবং বিখ্যাত লেখক ও গীতিকার প্রসূন জোশিকে।
গোয়ায় ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এবারের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। এই প্রথমবার গোয়ার চলচ্চিত্র উৎসবে OTT প্ল্যাটফর্মগুলিকে আহ্বান জানানো হয়েছে। Netflix, Amazon Prime, Zee5, Voot, Sony LIV-এর মতো ওয়েব প্ল্যাটফর্মগুলি নানা ইভেন্টে অংশ নিচ্ছে। এর মধ্যে মাস্টারক্লাসেস, কনটেন্ট লঞ্চ, প্রিভিউ, ফিল্ম স্ক্রিনিং, প্যাকেজ স্ক্রিনিং ও অন্যান্য ভারচুয়াল ইভেন্ট থাকছে।