পরণে ঝলমলে পোশাক। সামনে দর্শকাসন ভিড়ে ঠাসা। আর সকলের সামনেই করাত দিয়ে কেটে ফেলতেন মানুষ। কখনও আবার আলো আঁধারি পরিবেশে 'ভ্যানিশ' করে দিতেন জলজ্যান্ত একটি মানুষকে। শুধু তাই নয়, এমনই আরও বহু তাক লাগিয়ে দেওয়া কৌশল ছিল তাঁর নখদর্পণে, যা বছরের পর পর আনন্দ দিয়ে গিয়েছে দর্শকদের। তিনি আর কেউ নন, প্রতুলচন্দ্র সরকার। গোটা বিশ্ব যাঁকে চেনে 'জাদুসম্রাট' পি সি সরকার (P. C. Sorcar) নামে। আজ সেই জাদুসম্রাটের জন্মদিন। ১৯১৩ সালে ২৩ ফেব্রুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারত তথা বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্ম তাঁর।
ছোট থেকেই মাদারিদের খেলার প্রতি বিশেষ আকর্ষণ ছিল প্রতুলচন্দ্রের। আগ্রহ এতটাই ছিল যে একদিন তাঁদেরই পাল্টা খেলা দেখিয়ে দেন তিনি। যা রীতিমতো চমকে দেয় মাদারিদের। পরে অবশ্য ছোট্ট প্রতুলকে আরও খেলা শেখান তাঁরা। মোটামুটি তখন থেকেই জাদুর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়। দিন যত এগিয়েছে ততই জাদুর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পড়েছেন তিনি। গণপতি চক্রবর্তীর কাছে রীতিমতো জাদুবিদ্যা শিখেছেন। সপ্তম-অষ্টম শ্রেণিতে পড়ার সময় থেকেই শুরু করেন জাদু প্রদর্শনী। দিনে দিনে বেড়েছে পরিচিতিও।
কীভাবে হলেন 'জাদুসম্রাট'?
১৯৩৪ সালে প্রথমবার বিদেশের মাটিতে জাদু দেখাতে যান পি সি সরকার। গিয়েছিলেন হংকং-এ। সেই সময় বিশ্ববিখ্যাত জাদুকর ছিলেন লাইয়েল। তাঁকেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি। তৎকালীন সময়ে স্যুট-প্যান্ট পরে জাদু দেখাতেন ম্যাজিশিয়ানরা। প্রতুলও তাই পরলেন। দুটি প্রেক্ষাগৃহে একসঙ্গে চলতে থাকল দুই জাদুকরের শো। কিন্তু ধীরে ধীরে দর্শক কমতে শুরু করল লাইয়েলের শো-তে। উলটো দিকে পি সি সরকারের জাদু দেখতে উপচে পড়ল ভিড়। দর্শক কমতে কমতে একদিন বন্ধই হয়ে গেল লাইয়েলের শো। অন্যদিকে জাপান, সিঙ্গাপুর, ফ্রান্স, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ডাক পড়তে শুরু করল প্রতুলচন্দ্রের। বিশ্ববাসীর কাছে তিনি হয়ে উঠলেন জাদুসম্রাট পি সি সরকার।
শো-এর নাম রাখলেন 'ইন্দ্রজাল'
শোনা যায় জাদু শব্দটাতেই আপত্তি ছিল পি সি সরকারের। তাঁর মনে হত এই শব্দটিকে খুবই তাচ্ছিল্যের সঙ্গে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে হিন্দু ধর্মে যেহেতু দেবরাজ ইন্দ্রকে মায়াবিদ্যার প্রতীক হিসেবে ধরা হয়, তাই সেই দেবরাজের নামানুসারেই নিজের শো-এর নাম দিলেন 'ইন্দ্রজাল' (Indrajal)। আর সেই ইন্দ্রজালই সম্মোহিত করেছিল সারা বিশ্বের কোটি কোটি ম্যাজিকপ্রেমীকে।
আরও পড়ুন - ২টি স্মার্টফোনে চলবে একটাই WhatsApp অ্যাকাউন্ট, কীভাবে? জানুন