scorecardresearch
 

Top Entertainment News Today: বিনোদনের আজকের সেরা খবরগুলি জানতে ক্লিক করুন

Entertainment News Today,10th September2022: কী চলছে সারা দেশের বিনোদন জগতে? হলি, বলি কিংবা টলি! তারকারা কে কী করছেন? কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

Advertisement
বিনোদনের আজকের সেরা খবর বিনোদনের আজকের সেরা খবর

Top Entertainment News, Today 10th September: হলি, বলি কিংবা টলি! কী চলছে সারা দেশের বিনোদন জগতে? তারকারা কে কী করছেন? করোনার দ্বিতীয় ঢেউয়ের পর কী অবস্থা ফিল্ম ইন্ডাস্ট্রির? সমস্ত খবর থেকে গসিপ এক মুহূর্তে, আজতক বাংলায়। 

দেবাদৃতাকে বিয়ে করবেন জন? 'আলোর ঠিকানা' নিয়ে আসছে জুটি   

'মিঠাই'-র  ওমি আগরওয়াল অর্থাৎ জন ভট্টাচার্য এবার জুটি বাঁধবেন 'আলো ছায়া'-র আলো অর্থাৎ দেবাদৃতা বসুর সঙ্গে। ধারাবাহিকের প্রোমো সামনে আসার পরই দারুণ উৎসাহী দর্শকেরা। 


প্লেব্যাক সিঙ্গার হিসাবে ডেবিউ অন্তরার! শুরুতেই গাইলেন 'পন্নিয়িন সেলভান'-র গান

এক কথায় বলা যায় গোটা দেশবাসীর ঘরের মেয়ে হয়ে উঠেছেন নন্দী সিস্টার্স। এবার অন্তরার ফ্যানেদের জন্যে রয়েছে দারুণ সুখবর। এবার কনসার্ট বা অ্যালবাম নয়, বড় পর্দায় শোনা যাবে তাঁর কণ্ঠ।  

বহু প্রতীক্ষিত ছবি মুক্তি! প্রথম দিনে কত লক্ষ্মীলাভ 'ব্রহ্মাস্ত্র'-র?

দীর্ঘদিন পরে বয়কটের ডাক থাকা সত্ত্বেও কোনও বলিউড ছবি, বক্স অফিসে প্রত্যাশার চেয়ে ভাল আয় করেছে শুরুর দিনই। প্রথম দিন, প্রেক্ষাগৃহগুলিতে 'ব্রহ্মাস্ত্র'-র ১৩০০০-র বেশি শো ছিল এবং সেই টিকিটও ব্যাপক হারে বিক্রি হয়েছে।


মা হতে চলেছেন বিপাশা! বাঙালি রীতি মেনেই হল সাধভক্ষণ অনুষ্ঠান

জল্পনার অবসান হয়ে কিছুদিন আগেই জানা যায়, মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। খুব শীঘ্রই বিপাশা ও করণ সিং গ্রোভারের জীবনে আসতে চলেছে ছোট্ট অতিথি।


ভিস্যুয়াল এফেক্টে ছক্কা হাঁকিয়েও, কনটেন্টে কিছুটা পিছিয়ে 'ব্রহ্মাস্ত্র'

এই ছবির টিকিট বিক্রির একটি মূল হিসাবে মনে করা হচ্ছে রণবীর- আলিয়া জুটির রসায়ন। তবে প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি উৎকৃষ্টতম হল অ্যাস্ট্রাভার্স বিটগুলি।

Advertisement


যীশু -নীলাঞ্জনার প্রযোজনায় আসছে নতুন ধারবাহিক! জুটি বাঁধছেন রাহুল- শুভস্মিতা

জোড়দার টেক্কা চলছে বাংলা টেলিভিশনে। সে তালিকায় যোগ হচ্ছে 'হরগৌরী পাইস হোটেল'-র নাম। 'খুকুমণি হোম ডেলিভারি'-র বিহান অর্থাৎ রাহুল মজুমদার এবার জুটি বাঁধছেন নবাগতা শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে। 


 

Advertisement