সমাজ কী বলবে, আইন কী বলবে, কাছে-দূরের মানুষই বা কী বলবে, সে সব কিছু চিন্তা করেননি অভিনেত্রী নুসরত জাহান এবং অভিনেতা যশ দাশগুপ্ত। শুধু প্রেমের ডাকে সাড়া দিয়ে একে অপরকে আলিঙ্গন করে নিয়েছেন। হয়েছেন এক সন্তানের বাবা-মা। এমন প্রেমকে প্রেম দিবসে উদযাপন করলেন নুসরত। যশকে নিয়ে রাজস্থআন ট্রিপের কিছু সেরা মুহূর্ত শেয়ার করে নিলেন দর্শকদের সঙ্গে। ব্যাকগ্রাউন্ডে অরিজিৎ সিংয়ের কণ্ঠে তখন 'মেরে ইয়ারা...'
ছবিতে সিঁথিতে সিঁদুর পরে রয়েছেন নুসরত। যশের বাহুলগ্না হয়ে। রাজস্থান ভ্রমণের কিছু আইকনিক দৃশ্য ছোট্ট রিল ভিডিওতে ফুটে উঠেছে। উঠে চড়া থেকে রাজস্থানি ফোক ডান্স, সূর্যাস্তের রং, একে অপরের সঙ্গে জীবনকে ভাগ করে নেওয়ার অনন্য অুভূতি রয়েছে দৃশ্যপটে। এই ভিডিওর সঙ্গে নুসরতের লেখা ক্যাপটিও চোখে পড়ার মতো। তিনি লিখছেন, 'আমার কোনও তাড়া নেই। আমি ধীরে ধীরে তোমায় জানছি বুঝছি। আমি আমার সময় নিয়ে বোঝার চেষ্টা করছি। আমার অন্তরাত্মা যা থেকেই তৈরি তাতে কোনও তফাত নেই। তুমি আর আমি... একই।' (I’m in No Rush, I’m learning u slowly,I’m taking my time.. whatever our souls are made of.. It is same… Yours & Mine…)
গত এক বছর বিয়ে ভাঙা, মাতৃত্ব, প্রেম নিয়ে খবরের শিরোনামে ছিলেন এই জুটি। বহুবার প্রকাশ্যে এক সঙ্গে দেখা গেলেও প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কখনও কেউ মুখ খোলেননি। তবে ছেলে ঈশানের (Yishaan) জন্মের পর শেষ পর্যন্ত সম্পর্ক নিয়ে কোনও লুকোছাপা থাকেনি। নুসরত এবং সন্তানকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছিলেন যশ। বাবা হিসাবে যশ কেমন, কী ভাবে ঈশান বেড়ে উঠছে, সব নিয়ে একাধিক বিবৃতি দিয়েছেন নুসরত।
প্রেম যে সব কিছুর উর্ধ্বে... এই বার্তাই জোরাল ভাবে রাখলেন এই ছকভাঙা জুটি।