একের পর এক টলি তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে গত সপ্তাহ জুড়ে। সুপারস্টার জিৎ, অভিনেতা কৌশিক সেন, তাঁর স্ত্রী রেশমি সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, পার্নো মিত্র-সহ অনেকেই আছেন তালিকায়। অনেক সময় করোনা নানা গুজবও শোনা গিয়েছে বিভিন্ন তারকার নামে। তবে তা মিথ্যে প্রমাণিত হয়েছে। নিজের সম্পর্কে এমনই এক মিথ্যে খবর দেখে সোশাল মিডিয়ার দ্বারস্থ হলেন শুভশ্রী।
ঠিক কী হয়েছে ঘটনা?
হঠাৎই নেট মাধ্যমে খবর ছড়ায়, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থায় অবনিত হওয়ায় তাঁকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। খবরে স্বভাবতই বিচলিত হন বহু মানুষ। অনেকে খোঁজ নেওয়া শুরু করেন। তখন এক প্রকার বাধ্য হয়েই সেই একই মাধ্যমের সাহায্য নিলেন শুভশ্রী। লিখলেন, 'Hi, there's a news going on that I'm hospitalized. It's a complete hoax. I'm at my home isolation, perfectly fit as well. Hopefully will be free from the virus in a few more days. Please do not fall for rumours. We are all safe. Please stay safe.'
Hi, there's a news going on that I'm hospitalized. It's a complete hoax. I'm at my home isolation, perfectly fit as...
Posted by Subhashree Ganguly on Monday, April 26, 2021
অর্থাৎ, 'একটা খবর খুব রটছে যে আমি হাসপাতালে ভরতি হয়েছি। এটা একেবারেই গুজব, কান দেবেন না। আমি বাড়িতেই রয়েছি, ফিট এবং সুস্থ আছি। আশা করছি আর কিছু দিনের মধ্যে করোনামুক্ত হব। দয়া করে এমন ধরনের খবরে কান দেবেন না। আমরা সকলেই সুস্থ আছি। আপনারাও নিরাপদে এবং সুস্থ থাকবেন।'
গত ২০ এপ্রিল মঙ্গলবার সোশাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার খবর জানান শুভশ্রী। দুপুরে নিজের সোস্যাল পেজে কোভিডে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, 'আমি কোভিড ১৯ পজিটিভ। ইউভান সম্পূর্ণ সুস্থ আছে এবং কেয়ারটেকারের সঙ্গে আছে। রাজ ব্যারাকপুরে রয়েছে। আমি নিজেকে সম্পূর্ণ আইসোলেশনে রেখেছি এবং সমস্ত নিয়ম মেনে চলছি পরিবারের সুরক্ষার কথা ভেবে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন। এই ভাইরাস আবার ফিরে এসেছে। সকলে সাবধানে থাকুন।'
মাত্র ৭ মাস বয়স রাজ-শুভশ্রী পুত্র ইউভানের। একরত্তিকে নিয়েই সকলের চিন্তা বেশি। কিন্তু আপাতত সুস্থ আছে সে। গত অগস্ট মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন রাজ চক্রবর্তী ও তাঁর বাবা কৃষ্ণ শংকর চক্রবর্তী। ২৮ অগস্ট চক্রবর্তী পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাবাকে হারান রাজ। তাই এবার পরিবারে চিন্তা যেন একটু বেশিই। অন্যদিকে বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল- কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী। তাই এই মুহূর্তে সেখানেই রয়েছেন তিনি।