Hooghly Tarakeshwar Civic Volunteer: পরিবারের বিবাদ মেটানোর জন্য ডাকা হয়েছিল সভা। সেখানে তৃণমূল কর্মীর কান কামড়ে ছিঁড়ে নিল প্রতিবেশী সিভিক ভলান্টিয়ার। এমনই অভিযোগ উঠেছে। বুধবার হুগলি জেলার তারকেশ্বরের সাহাপুরের ঘটনা। এই অভিযোগকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
কান জোড়া লাগাতে আক্রান্ত তৃণমূল কর্মী মহাদেব দিগরকে রেফার করা হয় কলকাতার পিজি হাসপাতালে। অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার শুভদীপ রায়কে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাহাপুর এলাকায়।
আরও পড়ুন: Dividend Yield Fund: বাজার ধাক্কা খেলেও ঝটকা কম, জানুন
তোলপাড় সাহাপুর
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর থানা এলাকার সাহাপুর এলাকায় একটি অমানবিক ঘটনার সাক্ষী রইল। সিভিক ভলান্টিয়ার হিসেবে তারকেশ্বর থানায় কর্মরত শুভদীপ রায় ওরফে বাবাই একজন স্থানীয় তৃণমূল সমর্থক কান দাঁত দিয়ে কামড়ে পুরোপুরি ছিড়ে ফেলল। এমনই অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দারা গুরুতরভাবে আক্রান্ত তৃণমূল কর্মী মহাদেব দিগরকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তারপরে তাঁকে কলকাতা এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য রেফার করে দেওয়া হয়।
সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ
এ ঘটনার ব্যাপারে আক্রান্ত তৃণমূল কর্মী মহাদেব দিগর এবং স্থানীয় কাউন্সিলর দাবি করেন, দীর্ঘদিন ধরে তার তারকেশ্বর থানার সিভিক পুলিশ হিসেবে কর্মরত শুভদীপ রায়ের বিভিন্ন কারণে পারিবারিক অশান্তি চলত। মাঝে মাঝে এই অশান্তি বেড়ে যেত।
আরও পড়ুন: বদলে যেতে পারে শিশুদের নাকের আকার, নাক থেকে রক্ত ঝরা অবহেলা নয়
তাঁদের অভিযোগ, নিয়মিত বাড়ির মহিলাকে মারধর এবং পাড়া-প্রতিবেশীদের সঙ্গে গালিগালাজ শুভদীপ রায়ের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। সেই ব্যাপারে মিটমাট করাতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং পাড়া-প্রতিবেশীরা মিলে এদিন শুভদীপ রায়ের বাড়িতে একটি মীমাংসার জন্য বৈঠক ডেকে ছিল।
বৈঠক চলার সময় গোলমাল
বৈঠক চলার সময় হঠাৎ করে শুভদীপ রায় উত্তেজিত হয়ে যায় এবং বাড়ির মহিলা-শিশুদের মারধর করতে শুরু করে। যখন ঘটনাস্থলে উপস্থিত মহাদেব দিগর তাকে বাধা দেয়। শুভদীপ রায় প্রথমে হাতে কামড় বসান। পরে দাঁত দিয়ে ওর গোটা কান কামড়ে ছিঁড়ে দেন।
মহাদেব দিগর গুরুতর আক্রান্ত হন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর কলকাতা এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারকেশ্বর থানা পুলিশ তরফে জানানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।