scorecardresearch
 

Purba Bardhaman Violence on Minor : বর্ধমানে কার্টুন দেখানোর নামে ৩ নাবালিকাকে 'নির্যাতন', গ্রেফতার 'পাড়ার দাদা'

Purba Bardhaman Violence on Minor: পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কার্টুন দেখানোর নাম করে ডেকে তিন শিশু ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সুমিত রাই।

Advertisement
বর্ধমানে ৩ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ (প্রতীকী ছবি) বর্ধমানে ৩ ছাত্রীকে নির্যাতনের অভিযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • রাজ্য়ে ফের যৌন হেনস্থার অভিযোগ
  • নির্যাতিতা ৩ শিশু ছাত্রী
  • বর্ধমানের বৈষ্ণবতলার ঘটনা

Purba Bardhaman Violence on Minor: রাজ্য়ে ফের যৌন হেনস্থার অভিযোগ। নির্যাতিতা ৩ শিশু ছাত্রী। পূর্ব বর্ধমানের বৈষ্ণবতলার ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়িয়েছে।

কার্টুন দেখানোর নাম করে
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, কার্টুন দেখানোর নাম করে ডেকে তিন শিশু ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার অভিযুক্ত সুমিত রাই। মঙ্গলবার কালনা আদালতে অভিযুক্তদের পেশ করে পুলিশ। তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ছাতনীর বৈষ্ণবতলা এলাকার ঘটনা। রবিবার একটি মন্দিরে সুমিত রাই ওরফে সৌমিত্র নামের ওই যুবক ওই তিন ছাত্রীকে কার্টুন দেখানোর নাম করে ডাকে।  

পরিবারকে জানান নির্যাতিতারা
তাদের দু'জন দ্বিতীয় শ্রেণি এবং একজন পঞ্চম শ্রেণির ছাত্রী। এরপর তাদের যৌন হেনস্থা করে ওই যুবক। এমনই অভিযোগ উঠেছে। সোমবার ওই যুবক ফের তাঁদের ডাকলে পুরো ঘটনা পরিবারকে জানায় নির্যাতিতা ওই ছাত্রীরা। 

এর পরই সোমবার রাতে পূর্বস্থলী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পূর্বস্থলী থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।

এক নির্যাতিতার পরিবারের সদস্য দাবি করেন "জানতে পারলাম এই অবস্থা। খুব ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ এরপর কিছু না করলে ওই যুবক ঘুরে বেড়াবে। আরও সাহস পেয়ে যাবে। তখন বলবে কিছু তো করতে পারল না। মন্দিরে বসিয়ে কার্টুন দেখাচ্ছিল। আশপাশে খেলা করছিল শিশুরা। মেয়ে ভয়ে পালিয়ে এসেছে। ওরা খেলা করছিল। ওরা তো কিছু বোঝে না। আবার ডেকেছিল।

তিনি আরও দাবি করেন, "তখন ৩ জন মিলে বলা-কওয়া করছিল। মেয়ের কাছ থেকে জানতে চাই কী হয়েছে। সে খুব ভয় পেয়েছিল। অভিযুক্ত বাড়ির পাশেই থাকে। তাদের বাড়ি গিয়েছিলাম কয়েকজন মহিলা। বাবা ছেলেকে ডাকে। তখন কিছুতেই মানছে না। তখন বলি মেয়েগুলো কি মিথ্যে কথা বলবে? ওরা মিথ্যে কথা বলছে? 

Advertisement

তখন তার স্ত্রীর দাবি, তোমরা নাটক করছ। মেয়েদের শিখিয়ে এনেছ। তখন বলি কেন মিথ্যে বলবে? তখন আবার তারা পাল্টা বলে, আমাদের নামে কী করতে পারবি করে নিস। মানছেই না। লাঠি নিয়ে মারতে আসে।"

 

Advertisement