scorecardresearch
 
Advertisement
দেশ

COVID Third Wave: ২০২২-এর শুরুতেই করোনার তৃতীয় ঢেউ! দাবি বিশেষজ্ঞদের

ন্যাশনাল কোভিড-১৯
  • 1/7

ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটি জানিয়েছে, ২০২২-এ দেশে প্রতিদিন প্রায় ৭,৫০০জন করোনাতে আক্রান্ত হলেও ওমিক্রনের কারণে এই সংখ্যা খুব তাড়াতাড়ি বাড়তে পারে। এই কমিটির প্রধান বিদ্যাসাগরবাবু বলেন, ওমিক্রনের কারণে দেশে করোনার তৃতীয় তরঙ্গ দেখা দিলেও তা দ্বিতীয় তরঙ্গের চেয়ে কম কার্যকর হবে। সংবাদ সংস্থা এএনআইকে জানান, আগামী বছরের শুরুতেই করোনার তৃতীয় তরঙ্গ আসার সম্ভাবনা রয়েছে।
 

তবে ইতিমধ্যে
  • 2/7

তবে ইতিমধ্যে সকলের টিকাকরণ করা আছে বলে,এটি তেমন কার্যকর হবে না বলে জানান তিনি। তবে, তৃতীয় তরঙ্গ অবশ্যই আসবে। আইআইটি হায়দরাবাদের অধ্যাপক বিদ্যাসাগরবাবু আরও বলেছেন, দ্বিতীয় তরঙ্গের তুলনায় তৃতীয় তরঙ্গে দৈনিক আক্রান্তের সংখ্যায় কম হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

তাঁর মতে
  • 3/7

তাঁর মতে, দেশে তৃতীয় তরঙ্গ আসার সময় যদি পরিস্থিতি খুব খারাপ হয়, তাহলে প্রতিদিন দু' লাখের বেশি আক্রান্তের সংখ্যা হবে না। তিনি জানান- "বারবার বলছি এগুলি অনুমান, ভবিষ্যদ্বাণী নয়।" 
 

Advertisement
কমিটির আরও
  • 4/7

কমিটির আরও এক সদস্য মানিন্দা আগরওয়াল বলেছেন, দক্ষিণ আফ্রিকার দিকে তাকালে দেখা যাবে, সেখানে ওমিক্রনকে প্রথম শনাক্ত করা হয়েছিল। সেখানে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তবে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়োগের অবস্থা আসেনি। 
 

ওমিক্রনের কেস
  • 5/7

ওমিক্রনের কেস দেশ ও বিশ্বে দ্রুত বাড়ছে। ভারতেও এখন ওমিক্রন হু হু করে বাড়ছে। দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশ ও বিশ্বে দ্রুত বাড়ছে। 

এখন পর্যন্ত
  • 6/7

এখন পর্যন্ত ভারতের ১১টি রাজ্যে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে ব্রিটেন-মার্কিন যুক্তরাষ্ট্রেও রেকর্ড ভাঙা সংক্ৰমণ নথিভুক্ত হচ্ছে। ভারতে এর প্রতিরোধের জন্য টিকা দেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।
 

এছাড়াও
  • 7/7

এছাড়াও, করোনা থেকে রক্ষা পেতে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ ও কোভিড বিধি কঠোরভাবে মানার কথা বলছে বিশেষজ্ঞরা। দেশে এখনও পর্যন্ত মোট ১,৩৬,০৩,৭৩,৪০৭ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে।

Advertisement