Indian Army 5G and 4G: সীমান্তের ওপারে চিন ক্রমাগত তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তুলছে। তার উত্তর দিতে জোরদরা প্রস্তুতি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। তারাও ১৮ হাজার ফুট উপরে ৪জি (4G) এবং ৫জি (5G) নেটওয়ার্ক স্থাপনের কাজে হাত লাগিয়ে দিয়েছে।
যাতে দুর্গম পাহাড়ি এলাকা থেকে বার্তা গ্রহণ ও পৌঁছে দেওয়া সহজ হয়। চিন ইতিমধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অনেক জায়গায় 5G নেটওয়ার্ক ইনস্টল করেছে।
চিনের খবরদারি
২০২০ সালে লাদাখে ভারতীয় ও চিনা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর চিন এই কাজটি করেছিল। চিন উন্নত যোগাযোগের জন্য 5G নেটওয়ার্ক স্থাপন করেছে। ভারতীয় সেনাবাহিনী রিকুয়েস্ট ফর ইনফর্মেশন (আরএফআই) জারি করেছে। যাতে মোবাইল কমিউনিকেশন কোম্পানিগুলো সেখানে হাইস্পিড নেটওয়ার্ক-সহ মোবাইল সিস্টেম স্থাপন করতে পারে।
যে কাজে লাগবে
আরএফআই-এর মতে, উল্লিখিত নেটওয়ার্কটি ভারতীয় সেনা সদস্যরা ব্যবহার করবেন, যাঁরা পাহাড়ি, আধা-পাহাড় বা ১৮ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছেন। এই নেটওয়ার্কটি এমন হওয়া উচিত যে এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং নিরাপদ। যাতে নিরাপদ ভয়েস মেসেজ এবং ডেটা পরিষেবা পাওয়া যায়। এ ছাড়াও এটি অপারেশনাল প্রয়োজন অনুযায়ী বার্তা বিনিময়ে সাহায্য করতে পারে।
আরও পড়ুন: বিয়ের পর এই সেলিব্রিটি কাপলদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে, জীবন ভরবে প্রেমের রঙে
আরও পড়ুন: হাতে এমন সব চিহ্ন থাকা কখনই ভাল নয়, আপনার নেই তো?
আরও পড়ুন: কোনও নদী না পেরিয়ে আপনি ঠিক কতদূর হেঁটে যেতে পারেন?
১২ মাসে কাজ শেষ করতে হবে
পাশাপাশি যোগাযোগ কোম্পানিকে চুক্তি পাওয়ার ১২ মাসের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করতে হবে বলেও বলা হয়েছে। এই নেটওয়ার্ককে উচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিষ্ঠা করতে হবে।
যাতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তের এ পারে চিনের পিপলস লিবারেশন আর্মির যোগাযোগ ব্যবস্থাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদি ভারতীয় ব্যবস্থা দুর্বল হয় তাহলে অনেক সমস্যায় পড়তে হতে পারে।
4G এবং 5G নেটওয়ার্কের ব্যবহার লাদাখ থেকে LAC এর আশেপাশের অনেক জায়গায় প্রতিষ্ঠিত হবে। সড়ক ও সেতু নির্মাণ হচ্ছে অবিরাম। এমন একটি হাইস্পিড নেটওয়ার্ক তৈরি হলে ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা আরও বাড়বে। এটি তাৎক্ষণিক ব্যাকআপ কল, বার্তা প্রদান এবং ত্রাণ কার্যক্রমে সহায়তা করবে।