scorecardresearch
 

আধ ঘণ্টার হাইভোল্টেজ মিটিং, মোদী-মমতা কী কী আলোচনা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক শেষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাঁর।

Advertisement
মমতা বন্দ্য়োপাধ্যায় মমতা বন্দ্য়োপাধ্যায়
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক শেষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • আর এই বৈঠকের পরই  সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়
  • সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাঁর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাইভোল্টেজ বৈঠক শেষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই বৈঠকের পরই  সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সৌজন্য সাক্ষাতের পাশাপাশি একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে তাঁর। 

কী কী বিষয়ে আলোচনা ? 
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হয় মুখ্যমন্ত্রীদের। আজ তিনিও তাই করেছেন। এই বৈঠক আসলে সৌজন্য সাক্ষাৎ। এর মধ্যে কোনও রাজনীতি নেই। 

এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন আর কি কোনও বিষয়ে আলোচনা হয়েছে? উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ সৌজন্য সাক্ষাতের পরে আমি প্রধানমন্ত্রীর কাছে দুটো আবেদন রেখেছি। প্রথম আবেদন হল করোনার টিকা। আমি তাঁকে জানিয়েছি, পশ্চিমবঙ্গের তুলনায় জনসংখ্যা কম এমন অনেক রাজ্য বেশি টিকা পেয়েছে। আমাদের রাজ্যে টিকার চাহিদা বেশি। সেই কারণে, আরও বেশি টিকা দরকার। আমরা চাইছি করোনার তৃতীয় ঢেউ আসার আগেই যেন টিকাকরণ সম্পূর্ণ করে উঠতে পারি।' 

আরও পড়ুন : ধনকড়কে চাপে রাখার কৌশল? দিল্লি পৌঁছেই বিনীতের সঙ্গে সাক্ষাৎ মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, 'পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয় নিয়েও আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছি। তাঁকে বলেছি, অনেকদিন ধরে নাম পরিবর্তনের বিষয়টি আটকে রয়েছে। তিনি যাতে বিষয়টি দেখেন।' 

মোদী-মমতা সাক্ষাৎ
মোদী-মমতা সাক্ষাৎ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমাদের দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে সেটা জনসমক্ষে বলা উচিত নয়। আর প্রধানমন্ত্রী আমাকে কী বলেছেন, সেটাও আমার মুখ দিয়ে আপনাদের শোনা ঠিক হবে না। তবে উনি আমাকে জানিয়েছেন, দাবিগুলো পূরণ করবেন।' 

মমতা আরও বলেন, ‘রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা তাঁর রয়েছে। তবে তাঁকে জানানো হয়ে, আরটি পিসিআর করা দরকার। এখন করোনা টেস্ট করাব কোথায়? এখন না হলে পরে দেখা করব রাষ্ট্রপতির সঙ্গে। তিনি সুস্থ থাকুন।’ 

Advertisement

প্রসঙ্গত,  আজ দুপুরে কমলনাথ ও আনন্দ শর্মার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল শরদ পাওয়ার, সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠকের সম্ভাবনা  রয়েছে। ২০২৪-এর ভোটের জোট নিয়ে আলোচনা হতে পারে সেই বৈঠকে। 

Advertisement