বিয়ের ফটোশ্যুটের সময় মৃত্যু এক যুবকের। কেরলের জানকিক্কর এলাকার ঘটনা। গত ১৪ মার্চ বিয়ে হয়েছিল বছর ২৮-এর যুবক রাজিন এলএল-এর। বিয়ের ফটোশ্যুটের জন্য স্ত্রীকে নিয়ে কুট্টিডি নদীর তিরে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, ছবি তোলার সময় পা পিছলে নদিতে পড়ে যান রাজিন ও তাঁর স্ত্রী কনিহা।
স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে কানিহাকে উদ্ধার করেন। কিন্তু রাজিনকে বাঁচানো যায়নি। আপাতত মালাবার মেডিক্যাল কলেজ ভর্তি রয়েছেন রাজিনের স্ত্রী। তবে তাঁর অবস্থাও গুরুতর বলে জানা যাচ্ছে। খবর পাওয়া যাচ্ছে. যে জায়গায় ওই দম্পতি ছবি তুলছিলেন, সেখানে নদীর স্রোত অত্যন্ত বেশি ছিল। আর আশেপাশে কোনও রেলিং তথা নিরাপত্তা ব্যবস্থাও ছিল না।
সেলফি তোলার সময় দম্পতিসহ মৃত ৩
এর ঠিক আগেই মহারাষ্ট্রের বিড জেলাতেও প্রায় এমনই একটি ঘটনা ঘটেছিল। যেখানে সেলফি তোলার সময় নদীতে ডুবে মৃত্যু হয় নব দম্পতি ও তাঁদের এক বন্ধুর। মৃতরা হলেন তাহা শেখ, তাঁর স্বামী সিদ্দীক পঠান শেখ এবং তাঁদের বন্ধু শাহাব। শনিবার নদি থেকে উদ্ধার হয় তিনজনের দেহ। এক পুলিশ আধিকারিক জানান, নদীতে ডুবে যাওয়ার সময় একে অপরকে বাঁচাতে গিয়ে ৩ জনেরই মৃত্যু হয়।
আরও পড়ুন - আজ OnePlus 10 Pro-এর সেল শুরু, প্রথমেই বিরাট ডিসকাউন্ট, কোথায় পাবেন?