Kerala Flood Situation: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। বেড়েই চলেছে মৃতের সংখ্য়া। নাকাল মানুষ। এখনও পর্যন্ত ২৬ জন মারা গিয়েছেন বলে খবর। সেইসঙ্গে বহু মানুষের খোঁজ মিলছে না। সে রাজ্য়ের দক্ষিণ এবং মধ্য অংশে ধস নেমেছে। ইডুক্কির থোডুপুজা এবং কোক্কায়ার এবং কোট্টায়াম জেলার কোট্টিক্কাল থেকে মৃত্যুর খবর মিলেছে।
নদীর জল বিপজ্জনক
কোট্টায়াম, ইডুক্কি এবং পথনামথিট্টার মতো পাহাড়ি এলাকায় বন্যার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে নদীর জলস্তর বেড়ে যাওয়া। সরকারি আধিকারিকেরা জানিয়েছেন, মীনাচল এবং মণিমালা নদীর জলস্তর বেড়ে গিয়েছে।
কঠিন পরিস্থিতি
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Kerala CM Pinarayi Vijayan) এই পরিস্থিতিকে 'গুরুতর' বলেছেন। তিনি জানান, নিম্নচাপের জন্য বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। আরব সাগরে তৈরি হয়েছে ওই নিম্নচাপ।
প্রবল সমস্যায়
মানুষ বৃষ্টির জন্য নাকাল হয়ে গিয়েছেন। বেশ কয়েকটি জেলায় টানা বৃষ্টি হয়েছে। এর জেরে অনেক সেতু ভেঙে গিয়েছে। আর এর ফলে যোগাযোগ ব্য়বস্থা ধাক্কা খেয়েছে।
সতর্ক থাকার বার্তা
মুখ্যমন্ত্রী (Kerala CM Pinarayi Vijayan) আগামী ২৪ ঘণ্টায় মানুষকে সতর্ক থাকার আবেদন করেছেন। তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। জানিয়েছেন, কেরলের দক্ষিণ এবং মধ্যের জেলাগুলিতে বৃষ্টি হয়েছে। পরে তা উত্তরেও হতে পারে।
বেশ কিছু নদীর জলস্তর আরও বেড়ে যেতে পারে। কিছু বাঁধ থেকে জল ছাড়া হতে পারে। তিনি আর্জি জানিয়েছেন, বাঁধ সংলগ্ন এলাকায় যাঁরা থাকেন, তাঁরা যেন প্রশাসনের নির্দেশ মেনে চলেন।