scorecardresearch
 

DRDO Recruitment 2022 : ডিআরডিওতে চাকরি, ৩১ হাজার টাকার বেশি বেতন, যোগ্যতা-আবেদনের উপায়?

DRDO Recruitment 2022: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-য় নিয়োগ করা হবে। সে ব্যাপারে ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই নিয়োগের ব্য়াপারে আরও জেনে নেওয়া যাকে।

Advertisement
ডিআরডিওতে চাকরির সুযোগ (প্রতীকী ছবি) ডিআরডিওতে চাকরির সুযোগ (প্রতীকী ছবি)
হাইলাইটস
  • সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর
  • প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-য় নিয়োগ করা হবে
  • সে ব্যাপারে ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

DRDO Recruitment 2022: সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)-য় নিয়োগ করা হবে। সে ব্যাপারে ইতিমধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই নিয়োগের ব্য়াপারে আরও জেনে নেওয়া যাকে।

অনলাইনে আবেদন
তারা সেন্টার ফর পার্সোনেল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (CEPTAM) 2022 সালে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা DRDO-এর অফিসিয়াল ওয়েবসাইট drdo.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন। যে সকল প্রার্থীরা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) বা ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক যোগ্যতা পরীক্ষা (GATE) করেছেন, তাঁরা অফলাইন মোডের মাধ্যমে আবেদন করতে পারেন।

আরও পড়ুন: সেচের জল থেকে ধানে যাচ্ছে আর্সেনিক, ভাত কতটা নিরাপদ?

আরও পড়ুন: গরমে ঠান্ডা, শীতে গরম, এমনই কামাল দেখাবে হেলমেট, ধোয়া যাবে অনায়াসে

আরও পড়ুন: বিয়ের অনেক দিন পরও কেন বিচ্ছেদ? কারণ জানুন, শুধরে নিন

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে (DRDO JRF Recruitment 2022), GRF পদে মোট 2টি শূন্য পদ পূরণ করা হবে। NET বা GATE পরীক্ষায় পাশ-সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে প্রথম বিভাগে BE বা B.Tech ডিগ্রি। এছাড়াও BE, BTech সহ ME বা MTech ডিগ্রি অর্জনকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

একই সময়ে প্রার্থীদের বয়স সীমা 28 বছরের বেশি হওয়া চলবে না। যা হোক, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারী নিয়ম অনুসারে বয়সের ঊর্ধ্বসীমাতে ছাড় দেওয়া হবে।

এই বিষয়গুলো হতে হবে ডিগ্রি
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি (টেকনোলজি)।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি।
কম্পিউটার বিজ্ঞান বা প্রযুক্তি এবং তথ্য বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং।
কম্পিউটার বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি।
তথ্য প্রযুক্তি।
কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি।
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রযুক্তি।
তথ্য বিজ্ঞান এবং প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) বা প্রযুক্তি।
কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
কম্পিউটার নেটওয়ার্কিং।

Advertisement

বেতন পাবেন যত
সরকারী নিয়ম অনুযায়ী GRF প্রাপ্ত প্রার্থীদের প্রতি মাসে 31,000 টাকা, HRA এবং অন্যান্য সুবিধা সহ দেওয়া হবে। এসআরএফ-এ আপগ্রেডেশন অনুসারে, এই ফেলোশিপের মেয়াদ 2 বছর।

কীভাবে আবেদন করতে হবে?
প্রার্থীরা উপরে উল্লিখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা নীচে দেওয়া বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্টআউট নিতে পারেন। আবেদনপত্রের সাথে প্রাসঙ্গিক নথিগুলি CEPTAM, DRDO, Metcalf House, Civil Lines, New Delhi-110054 বা jrf.ceptam@gov.in-এ পাঠাতে হবে। এমপ্লয়মেন্ট নিউজে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে 21 দিনের মধ্যে আবেদন করা যাবে। আপনি 7 থেকে 13 মে পর্যন্ত এডিশন পরীক্ষা করতে পারেন।

DRDO JRF নিয়োগ 2022-এর বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। 

 

Advertisement