scorecardresearch
 

Lok Sabha Election 2024:ডাবগ্রাম-ফুলবাড়িতে BJP বিধায়ক শিখাকে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রিপোর্ট চাইল কমিশন

দেশে আজ থেকে শুরু হয়েছে সাত দফার ভোট যজ্ঞ। ভোট পর্বের প্রথম দিনেই উত্তরবঙ্গ থেকে আসছে অশান্তির খবর। শুক্রবার উত্তরবঙ্গের তিন আসনে অনুষ্ঠিত হল লোকসভা ভোট। আর সেখান থেকেই এসেছে বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর। যার মধ্যে রয়েছে শিলিগুড়িও। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ককে পুলিশ আটকের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।

Advertisement
 ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা

দেশে আজ থেকে শুরু হয়েছে সাত দফার ভোট যজ্ঞ। ভোট পর্বের প্রথম দিনেই উত্তরবঙ্গ থেকে আসছে অশান্তির খবর। শুক্রবার উত্তরবঙ্গের তিন আসনে অনুষ্ঠিত হল লোকসভা ভোট। আর সেখান থেকেই এসেছে বিক্ষিপ্ত ভাবে অশান্তির খবর। যার মধ্যে রয়েছে শিলিগুড়িও। শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ককে পুলিশ আটকের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। 

 প্রথম পর্বের ভোটে দফায় দফায় উত্তেজনার খবর পাওয়া গিয়েছে  উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে। সকাল থেকেই তপ্ত ছিল কোচবিহার। জেলার নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা।  জলপাইগুড়ির  ডাবগ্রাম ফুলবাড়ি থেকে লাগাতার এসেছে অশান্তির ছবি। মহামন্দা গার্লস স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের সামনে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাঁর গাড়িও আটকানো হয় বলে গেরুয়া শিবিরের দাবি। মুহূর্তেই তপ্ত হয়ে যায় এলাকা। পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায়। সূত্রের খবর, বুথে ঢোকেননি শিখা চট্টোপাধ্যায়। কিন্তু, বুথের ২০০ মিটারের মধ্যে যেতেই তাঁকে বাধা দেয় পুলিশ। পুলিশি বাধা পেয়ে ওই জায়াগাতেই অনুগামীদের নিয়ে বসে পড়েন তিনি। পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে আরও তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। 

এই ঝামেলার মাঝে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখানোর দাবি করেন পুলিশের কাছে। একই কথা শোনা যায় বিজেপি কর্মীদের মুখেও। তাঁদের দাবি, অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কোনওভাবেই তাঁরা তাঁদের বিধায়ককে নিয়ে যেতে দেবেন না। কেন শিখা চট্টোপাধ্যায় বুথে গেলে আপত্তি জানাচ্ছে পুলিশ? এই প্রশ্ন তুলে সুর চড়ান বিজেপির কর্মী-সমর্থকেরা। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে গেরুয়া শিবিরের কর্মীরা। 

আরও পড়ুন

Advertisement

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি বিধায়র সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন, "আমি কোনও অন্যায় করিনি। কেন আমাকে গ্রেফতার করবে পুলিশ। আমার বিধানসভা এলাকায় আমি ঘুরতে পারবনা! পুলিশ অন্যায়ভাবে আমাকে বাধা দিয়েছে।" হই-হট্টগোলের মাঝেই পরে এলাকা ছাড়েন বিজেপি বিধায়ক। এর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনায় অ্য়াকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

এদিকে শিখার ‘কর্মকাণ্ডে’র কড়া সমালোচনা করেছেন শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, ‘‘প্রথম থেকেই উনি প্ররোচনার সৃষ্টি করছেন। প্রার্থীর সঙ্গে বিভিন্ন বুথের ভেতরে ঢুকে যাচ্ছেন! নিয়ম অনুযায়ী, উনি সেটা পারেন না। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক। সকাল থেকেই নিয়ম ভঙ্গ করছেন। যাতে পুলিশ ওকে গ্রেফতার করে সেই জন্যই সকাল থেকে এত নাটক!’’

Advertisement