scorecardresearch
 

ফের উত্তপ্ত পারুলিয়া, এবার বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

বিজেপির দলীয় দফতর ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও পাল্টা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। 

Advertisement
বিজেপি কর্মীদের বিক্ষোভ। ছবি - নিজস্ব বিজেপি কর্মীদের বিক্ষোভ। ছবি - নিজস্ব
হাইলাইটস
  • বিজেপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ
  • অভিযোগের তির তৃণমূলের দিকে
  • পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

বিজেপির দলীয় দফতর ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা দুর্গাপুরে। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। যদিও পাল্টা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। 

বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ

কয়েকদিন আগে স্বরূপ শো নামে এক যুবকের দেহ উদ্ধার হয় দুর্গাপুরের পারুলিয়া গ্রামে। বিজেপির দাবি, ওই যুবক তাঁদের কর্মী ও তাঁকে খুন করা হয়েছে। এর পরেই বিক্ষোভ-মিছিলকে ঘিরে খবরের শিরোনামে ছিল পারুলিয়া গ্রাম। এবার পারুলিয়া গ্রামে তাদের নাম মিথ্যা ভাবে জড়ানো হচ্ছে তা নিয়ে মিছিল বার করে তৃণমূল। বিজেপির অভিযোগ, সেই মিছিল থেকে তাঁদের দলীয় অফিস ভাঙচুর করা হয়। কার্যালয়ের চেয়ার-টেবিল সমস্ত কিছুই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।  তৃণমূলের এর নম্বর ব্লকের সভাপতি পুরপিতা রাজীব ঘোষ  বলেন, তাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত শুরু করেছে বিজেপি। একটি মিছিল এই এলাকায় বৃহস্পতিবার বিকেলে বের হয়। কিন্তু বিজেপির দলীয় দফতরের ভাঙচুরের যে ঘটনা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে স্থানীয়দের রোষ। এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই। 

বিক্ষোভ বিজেপি কর্মীদের

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে আগের থেকে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা রয়েছে। কয়েকদিন আগে ওই এলাকায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয়। তার পর থেকে দফায় দফায় ওই এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। খুনের পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ আনে গেরুয়া শিবির। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। এখন সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা নিয়ে উত্তাল পারুলিয়া গ্রাম।  যদিও ঘটনা স্থানীয়দের রোষ বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু তৃণমূলের কোনও কথায় কান দিতে রাজি নন বিজেপি কর্মীরা। এদিন দফতরের ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ শুরু করে স্থানীয় বিজেপি কর্মীর। পরে পুলিশ এসে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। 

Advertisement

Advertisement