scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: নকশালপন্থী থেকে বিজেপি, রাজনীতি যেন মিঠুনের 'মৃগয়া'ক্ষেত্র

জনপ্রিয়তা
  • 1/11

মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তা এখনও অটুট। সেটাই কাজে লাগাতে চাইছে বিজেপি।

রাজনীতি
  • 2/11

অভিনয়ের বাইরে রাজনীতির সঙ্গে তাঁর যোগাযোগ দীর্ঘ। সেই ছাত্রজীবন থেকে।

সিনেমার আগে
  • 3/11

তিনি তখনও সিনেমায় আসেননি। তখন যুক্ত হয়েছিলেন নকশালপন্থী আন্দোলনের সঙ্গে।

Advertisement
স্কটিশ চার্চ
  • 4/11

কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতকোত্তরের পঠনপাঠন। জড়িয়ে পড়েন নকশালপন্থী আন্দোলনের সঙ্গে।

পুনে
  • 5/11

পুনের ফিল্ম অ্য়ান্ড টেলিভিশন ইন্সটিটিউট থেকে লেখাপড়া করেন।

মৃগয়া'তে
  • 6/11

মৃণাল সেনের ছবি 'মৃগয়া'তে তাঁর অভিনয় জীবনের শুরু। প্রথম ছবিতেই নজর কেড়েছেন তিনি। জিতে নেন জাতীয় পুরস্কার।

১৯৮৯ সালে
  • 7/11

ডাকনাম মিঠুন দা। ১৯৮৯ সালে ১৯টি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে শোরগোল ফেলে দিয়েছিলেন। 

Advertisement
সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ
  • 8/11

তিনি রাজ্যের প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। বিভিন্ন সময়ে তাঁর প্রচারে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে।

প্রণব মুখোপাধ্য়ায়
  • 9/11

প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের প্রচারেও দেখা গিয়েছে তাঁকে। বলা হয়, প্রণব যখন রাষ্ট্রপতি ভোটে দাঁড়িয়েছিলেন, মমতা বন্দ্য়োপাধ্যায় যাতে তাঁকে সমর্থন করেন, সে ব্য়াপারে উদ্যোগ নিয়েছিলেন তিনি।

রাজ্যসভার সদস্য
  • 10/11

এরপর তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য হন। তবে সারদাকাণ্ডে তাঁর নাম জড়ানোয় তিনি সাংসদ পদ ছেড়ে দেন। বলেছিলেন, আমার বোন আমাকে সাংসদ করেছে।

বিজেপিতে
  • 11/11

এবার তিনি যোগ দিলেন বিজেপিতে। রবিবার কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশে তিনি যোগ দেন।

Advertisement