দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা। আর এই ঝামেলাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
ঘটনায় রাজপুর সোনারপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতার বাড়িতে হামলা ও তার মেয়ের মাথা দায়ের কোপ দিয়ে ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
পাশাপাশি শ্লীলতাহানি করার অভিযোগ ও উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে।
ঘটনার প্রতিবাদে থানায় বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। এলাকায় উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ আসে। কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় এলাকায়। উত্তেজনা থাকায় রাতভোর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনায় ইতিমধ্যে ১জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রঞ্জন বৈদ্য পালটা অভিযোগ করে বলেন বিগত কয়েকদিন ধরে তাদের এলাকায় পতাকা লাগাতে ও প্রচার চালাতে বাধা দেওয়া হচ্ছে।