scorecardresearch
 

Coal Smuggling Case: "আমরা মাথা নত করি না", রুজিরাকে নোটিশে পালটা ট্যুইট অভিষেকের

ট্যুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লেখেন, "আজ দুপুর ২টোয় সিবিআই (CBI) আমার স্ত্রী-র নামে একটি নোটিশ দিয়েছে। আইনের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে,যদি তারা মনে করে যে এই দিয়ে আমাদের ভয় দেখাবে, তবে তারা ভুল করছে। আমরা কাপুরুষ নই।"

Advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • "যদি তারা মনে করে ভয় দেখাবে, তবে ভুল করছে"
  • স্ত্রীকে সিবিআই-এর নোটিশের প্রেক্ষিতে ট্যুইট অভিষেকের
  • "মানুষ নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন", দাবি তৃণমূলের

কয়লা পাচারে (Coal Smuggling) নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে বিভিন্ন সময় তোপ দেগেছেন বিজেপি (BJP) নেতারা। আর এবার সেই ঘটনায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিল সিবিআই (CBI)। এই ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চা়ঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতির অন্দরে। আসরে নেমে পড়েছে বিজেপি (BJP), কংগ্রেস (Congress), সিপিআইএম (CPIM)। এই পরিস্থিতিতে নোটিশ নিয়ে পালটা ট্যুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

ট্যুইটে অভিষেক লেখেন, "আজ দুপুর ২টোয় সিবিআই আমার স্ত্রী-র নামে একটি নোটিশ দিয়েছে। আইনের উপরে আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। তবে,যদি তারা মনে করে যে এই দিয়ে আমাদের ভয় দেখাবে, তবে তারা ভুল করছে। আমরা মাথা নত করি না।" একইসঙ্গে তৃণমূলের তরফে গোটা বিষয়টির কড়া সমালোচনা করা হয়েছে। তৃণমূলের অভিযোগ,"বিজেপির সমস্ত জোট সঙ্গী তাদের ছেড়ে চলে গেছে। এখন বিজেপির একমাত্র অনুগত জোট সঙ্গী, সিবিআই ও ইডি। আমরা ভয় পাচ্ছি না। আমরা লড়াই করব। আমাদের বিশ্বাস মানুষ নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবেন।"

 

এদিকে ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছেন বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন,"সবাই জানে শাসক দলের লোকেরা গরু পাচার, কয়লা পাচার, বালি পাচারের সঙ্গে যুক্ত। রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রী, প্রশাসনের আমলা, কর্তাব্যক্তিদের সিবিআই নোটিশ পাঠাতেই পারে। কোনও অপরাধিই যেন নিষ্কৃতি না পায়।" পাশাপাশি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "এর মধ্যে নতুনত্ব কিছু নেই। কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার সোনা পাচার, সবাই জানেন কারা এখানে যুক্ত। " সুজনের প্রশ্ন, "মুখ্যমন্ত্রী এগুলো কেন সময় মতো তদন্ত করেননি?" সেক্ষেত্রে তদন্তকে ধামা চাপা দিয়ে সিবিআইকে মুখ্যমন্ত্রী সুযোগ করে দিয়েছেন বলেই মনে করেন সুজন। একই সঙ্গে সুজনের আরও প্রশ্ন, "সিবিআই গত এক দু'বছর ধরে কিছু না করে এখন ভোটের মুখে কেন? এক্ষেত্রে ঠিক মতো তদন্ত করে অপরাধিকে চিহ্নিত করা ও শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। 

Advertisement

একই ধরনের কথা শোনা যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মুখেও। তিনি বলেন, "সবাই জানে কয়লা পাচার, বালি পাচার, পাথর পাচার, গরু পাচারে তোলাবাজ ভাইপো ও তার সঙ্গীরা যুক্ত। সিবিআই স্বশাসিত সংস্থা, তাদের কাজ করতে দেওয়া উচিত।" পাশাপাশি অপর এক বিজেপি নেতা বাবুল সুপ্রিয় বলেন, "কান টানলে মাথা আসে, সঠিক মাথার কাছেই গেছে। এখন দেখার এই সমস্ত মাথাকে টেনে শেষ পর্যন্ত কোন মাথা আসে।"


 

Advertisement