scorecardresearch
 

West Bengal election Opinion Poll : তৃণমূল ও বিজেপি, কোন দল কত আসন পাবে, দেখুন জনমত সমীক্ষা

আর মাত্র কয়েকদিনের মধ্যে ঘোষণা হতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ভোট যত এগিয়ে আসছে ততই যেন পারদ চড়ছে। পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এর মধ্যে  ABP-CNX জনমত সমীক্ষা সামনে এল। বাংলার মানুষের মন বুঝতে সমীক্ষা চালায় এই সংস্থা। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় সম্ভাব্য ফলাফল হতে পারে, সেই বিষয়ে ABP-CNX জনমত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে।

Advertisement
অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বাংলার বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা
  • দেখুন এক এগিয়ে, কে পিছিয়ে
  • জেনে নিন, কোন দল কত আসন পাবে

আর মাত্র কয়েকদিনের মধ্যে ঘোষণা হতে চলেছে বাংলার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। ভোট যত এগিয়ে আসছে ততই যেন পারদ চড়ছে। পুরোদমে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এর মধ্যে  ABP-CNX জনমত সমীক্ষা সামনে এল। বাংলার মানুষের মন বুঝতে সমীক্ষা চালায় এই সংস্থা। সেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলায় সম্ভাব্য ফলাফল হতে পারে, সেই বিষয়ে ABP-CNX জনমত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে।

কী বলছে জনমত সমীক্ষা

ABP-CNX সমীক্ষা অনুযায়ী আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল পেতে পারে ১৫১টি আসন। বিজেপি পেতে পারে ১১৭টি আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২৪টি জোট। এর মধ্যে বিজেপি ও তৃণমূলের ৫টি করে আসন বাড়তে কিংবা কমতেও পারে। ২০১৬ সালের নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। ফলে এই সমীক্ষা অনুযায়ী রাজ্যের বর্তমান শাসকদলের একধাক্কায় আসনসংখ্যা কমতে পারে ৬০টি। অন্যদিকে ২০১৬ বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৩টি আসন। পরে বেশ কয়েকজন তৃণমূল ও অন্যদলের বিধায়ক বিজেপিতে যোগ দেন। তবে যদি প্রথমে বিজেপির টিকিটে জেতা ৩টি আসনের নিরিখে এই সমীক্ষার তুলনা করা হয়, তাহলে গেরুয়া শিবিরের আসন সংখ্যা বাড়তে পারে ১১৪টি। অন্যদিকে ২০১৬ সালে বাম ও কংগ্রেস জোট পেয়েছিল ৭৬টি আসন। এই সমীক্ষা অনুযায়ী সেখান থেকে ৫২টি আসন কমতে পারে এই জোটের।  বলে রাখা ভালো, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের নিরিখে তৃণমূল এগিয়ে ছিল ১৬৪টি বিধানসভা আসনে। বিজেপি এগিয়ে ছিল ১২১টি বিধানসভা আসনে। বাম ও কংগ্রেস এগিয়ে ছিল ৯টি বিধানসভায়।

আরও পড়ুন, বাংলার মসনদে ফের তৃণমূল, তবে কমবে আসন সংখ্যা! জনমত সমীক্ষার ইঙ্গিত

ভোট শতাংশ

সমীক্ষা অনুযায়ী, তৃণমূলের পেতে পারে ৪১.০৯ শতাংশ ভোট। বিজেপি পেতে পারে ৩৬.৬৪ শতাংশ ভোট। বাম ও কংগ্রেস জোট পেতে পারে ১৭.১৪ শতাংশ ভোট। AIMIM পেতে পারে ০১.১৫ শতাংশ ভোট। অন্যান্য পেতে পারে ০৩.৯৮ শতাংশ ভোট।

Advertisement

মুখ্যমন্ত্রী হিসাবে কে পছন্দ

সমীক্ষা অনুযায়ী, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে রাজ্যের ৩৮ শতাংশ মানুষের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষ ১৯ শতাংশ, শুভেন্দু অধিকারী ১০ শতাংশ, মুকুল রায় ৩ শতাংশ মানুষের পছন্দের মধ্যে  রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী  হিসাবে দেখতে চান ৪ শতাংশ মানুষ। অধীর চৌধুরীকে ৫ শতাংশ ও সুজন চক্রবর্তীকে ৪ শতাংশ মানুষ মুখ্যমন্ত্রী হিসাবে পছন্দ করেন।

Advertisement