scorecardresearch
 

'মানুষের সেবাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি', বিধায়ক পদ ছেড়ে আবেগঘন পোস্ট রাজীবের

বিধায়ক পদে ইস্তফা দিয়ে ফেসবুকে (Facebook) আবেগঘন পোস্ট রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। ফেসবুকে তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ১০ বছরে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ডোমজুড়ের মাষকে ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের ও বাংলার উন্নয়নের জন্য কাজ করবো। আমার বিধানসভার সমস্ত কর্মী ও সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা।' 

Advertisement
রাজীব বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • বিধায়ক পদে ইস্তফা রাজীব বন্দ্যোপাধ্যায়ের
  • ইস্তফার পর ফেসবুকে আবেগঘন পোস্ট
  • বিজেপিতে যাবেন রাজীব? জারি জল্পনা

বিধায়ক পদে ইস্তফা দিয়ে ফেসবুকে (Facebook) আবেগঘন পোস্ট রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee)। ফেসবুকে তিনি লিখেছেন, 'পশ্চিমবঙ্গের (West Bengal) মানুষের সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ১০ বছরে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য ডোমজুড়ের মাষকে ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের পাশে থাকবো এবং আপনাদের ও বাংলার উন্নয়নের জন্য কাজ করবো। আমার বিধানসভার সমস্ত কর্মী ও সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা।' 

 

বিগত মাস খানেক ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় নাম না করে দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। কখনও প্রকাশ্যে, কখনও সোশ্যাল মিডিয়ায়। রাজীবের মূলত অভিযোগ, 'ভাল কাজ যাঁরা করেন তাঁরা তৃণমূলে প্রথম সারিতে জায়গা পান না, ভাল কাজ করলে বাধা দেওয়ার চেষ্টা করেন কতিপয় নেতা। এর বিরুদ্ধে দলকে জানালেও কোনও ব্যবস্থা হয় না।' এরপরেই সম্প্রতি মন্ত্রী পদে ইস্তফা দেন রাজীব। সেদিনও সংবাদ মাধ্যমের সামনে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি। 

তবে অমিত শাহের সফরের আগে রাজীবের এই ইস্তফা ফের একবার দলবদলের জল্পনাকে উষ্কে দিল। কারণ এর আগে দেখা গেছে অমিত শাহের রাজ্য সফরের আগেই তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই তিনি অমিত শাহের হাত ধরে যোগ দেন বিজেপিতে। আবারও রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। আর তার আগেই রাজীবের বিধানসভায় অনুপস্থিতি এবং তারপর ইস্তফা। তবে কি শুভেন্দুর পথেই চলবেন তিনি? রাজীব নিজে অবশ্য এই বিষয়ে খোলসা করে এখনও কিছু জানাননি।  সেক্ষেত্রে রাজীবের পদক্ষেপ জানতে হয়ত অপেক্ষা করতে হবে অমিত শাহের সফর পর্যন্ত।

 

Advertisement


 

Advertisement