scorecardresearch
 

২০১৯-এর খরা কাটাতে আলিপুরদুয়ারের ৫ আসনে নতুন চমক তৃণমূলের

আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের জয়ী প্রার্থী সৌরভ চক্রবর্তীর ওপরই আরও একবার ভরসা রাখলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুভাষ রায়কে। এই কেন্দ্রের বিজয়ী প্রার্থী ছিলেন অনিল অধিকারী। ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয় প্রয়াত হন তিনি। তারপর থেকেই আসনটি খালি ছিল। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে  প্রার্থী করা হয়েছে লুইস কুজুরকে।
  • ১২ আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের জয়ী প্রার্থী সৌরভ চক্রবর্তী
  • আজই বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনের জন্য প্রার্থী পদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

অসীম দত্ত

২০২১-এর বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের চার বিধানসভায় নতুন মুখ এনে চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একমাত্র ১২ নম্বর আলিপুরদুয়ার বিধানসভা আসনটি বাদ দিয়ে বাকি চারটি বিধানসভা কেন্দ্রেই নতুন প্রার্থী দাঁড় করিয়েছে রাজ্যের শাসকদল।

কুমারগ্রাম

আলিপুরদুয়ার কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রে  প্রার্থী করা হয়েছে লুইস কুজুরকে। এই আসনে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন প্রাক্তন পুলিশকর্তা জেমস কুজুর। আলিপুরদুয়ার কালচিনি ব্লকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে পাশাং লামাকে। যেখানে বিধায়ক ছিলেন দাপুটে নেতা উইলসন চম্প্রমারি। আলিপুরদুয়ারের মাদারিহাট থেকে প্রার্থী করা হয়েছে রাজেশ লাকড়া ওরফে টাইগারকে। ২০১৬ সালে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন পদম লামা। তিনি বিজেপির মনোজ টিজ্ঞার কাছে পরাজিত হয়েছিলেন।

তৃণমূলের প্রার্থী তালিকা

আলিপুরদুয়ার

অন্যদিকে, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে ২০১৬ সালের জয়ী প্রার্থী সৌরভ চক্রবর্তীর ওপরই আরও একবার ভরসা রাখলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার ফালাকাটা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সুভাষ রায়কে। এই কেন্দ্রের বিজয়ী প্রার্থী ছিলেন অনিল অধিকারী। ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয় প্রয়াত হন তিনি। তারপর থেকেই আসনটি খালি ছিল। 

সৌরভ চক্রবর্তী

২০১৯-এ পিছিয়ে তৃণমূল কংগ্রেস

উল্লেখ্য, ২০১৬-র বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে সিংহভাগ আসনই তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও, ২০১৯-এর লোকসভা নির্বাচনে সেই কেন্দ্রগুলিতে বিজেপির কাছে অনেকটাই পিছিয়ে পড়ে জোড়াফুল শিবির। একই অবস্থা আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রেও। ফলে, সেই হারানো জমি ফিরে পেতে কার্যত মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তাই দেখা মিলল একাধিক চমকের।

২০১৯-এর লোকসভা নির্বাচনে পরাজয়ের রেশ কাটিয়ে উঠে আসন্ন বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে জয় ছিনিয়ে নিয়ে আসা এখন তৃণমূল কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে এবার প্রার্থী হওয়ার দৌড়ে দলের অন্দরেই ছিল টানাপোড়েন। এই তালিকায় ছিলেন জেলা পরিষদের সহকারি সভাধিপতি মনোরঞ্জন দে, জেলা সভাপতি মৃদুল গোস্বামী সহ আরও বেশ কয়েকজন। তবে ফের একবার আলিপুরদুয়ার সদর কেন্দ্রে সৌরভ চক্রবর্তীর ওপরই ভরসা রেখে নির্বাচনী লড়াই নামলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।

Advertisement

প্রার্থী বাছাইয়ে চ্যালেঞ্জ

আজই বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনের জন্য প্রার্থী পদ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং আ,সনগুলি সহযোগী দলকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৯১টি আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, এবারের নির্বাচনে দুর্নীতি, স্বজনপোষণ সহ একাধিক ইস্যুতে শাসকদলের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিরোধীরা। ফলে, সেখানে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও একটা বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হয় দলের হাই কম্যান্ডকে। এমন প্রার্থী বাছাই জরুরি হয়ে পড়ে যাদের সাধারণ মানুষের কাছে গ্রহণ যোগ্যতার পাশাপাশি একটি স্বচ্ছ ইমেজ রয়েছে।

 

Advertisement