scorecardresearch
 

West Bengal Election 2021: "আমফানের টাকা কি মোদীর বাপের?", তীব্র আক্রমণ অনুব্রতর

বাঁকুড়ার (Bankura) ইন্দাসে দলীয় প্রার্থীর সমর্থনে এক সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বাঁকুড়ায় ইতিমধ্যেই জোড়দকমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের মিটিং, মিছিল ও সভা। সেই মতোই বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রের পাত্রসায়র থানার অন্তর্গত কুসরদ্বীপ গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল।

Advertisement
অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • দলীয় প্রার্থীদের সমর্থনে বাঁকুড়ায় সভা অনুব্রত
  • নিশানা করলেন প্রধানমন্ত্রীকে
  • মঞ্চ থেকে তুললেন 'খেলা হবে' স্লোগান

"আমফানের টাকা কি মোদীর বাপের?", বাঁকুড়ার (Bankura) ইন্দাসে দলীয় প্রার্থীর সমর্থনে এক প্রচার সভায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। বাঁকুড়ায় ইতিমধ্যেই জোড়দকমে প্রচারে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জেলার বিভিন্ন প্রান্তে চলছে তৃণমূলের মিটিং, মিছিল ও সভা। সেই মতোই বুধবার সন্ধ্যায় বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রের পাত্রসায়র থানার অন্তর্গত কুসরদ্বীপ গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister) আক্রমণ করার পাশাপাশি 'খেলা হবে' স্লোগান তুলেও উপস্থিত কর্মী সমর্থকদের উৎসাহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। 

অন্যদিকে এদিন রানিবাঁধের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মান্ডির সমর্থনেও সভা করেন অনুব্রত। সেখানেও তাঁর মুখে শোনা যায় 'খেলা হবে' স্লোগান। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি হুঁশিয়ারি দিয়ে বলেন, "খেলবো, আরো ভয়ঙ্কর খেলবো। ঘরে ঘরে খেলবো। চারজন মিলে খেলব। পারলে আটকে নাও। পারবে না আটকাতে। ভয়ঙ্কর ভাবে খেলবো। এই মাটিতেই খেলবো। সবার সঙ্গে খেলব।" এই সভা থেকেও প্রধানমন্ত্রীকে নিশানা করেন অনুব্রত। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে অনুব্রতর কটাক্ষ," নরেন্দ্র মোদী তুমি আট বছর আছো। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি বসতে পারছ না? মমতা বন্দ্যোপাধ্যায় তো বসতে চাইছেন। তুমি বসতে চাইছো না, কারন তুমি জোচ্চোর।" 

প্রসঙ্গত এই বছর নির্বাচনকে ঘিরে প্রথম 'খেলা হবে' শব্দবন্ধটি অনুব্রত মণ্ডলের মুখেই শোনা যায়। পরবর্তী সময়ে নির্বাচন প্রক্রিয়া যত এগিয়েছে ততই এটি স্লোগান হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের মধ্যে। এমনকি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে এই স্লোগান। প্রচার সভা থেকে নির্বাচনী ইস্তাহার প্রকাশ, বিভিন্ন সময় এখন দলনেত্রীর মুখেও শোনা যাচ্ছে 'খেলা হবে'। 

Advertisement


 

Advertisement