"অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) স্ত্রী প্রথম দিন সিবিআইকে বলেছিলেন আপনারা আসুন আমি থাকব, কিন্তু তিনি ছিলেন না। সময় নষ্ট করতে এবং তদন্ত থেকে সরে থাকাতে তিনি কোনও ষড়যন্ত্র করছেন", কয়লা পাচারকাণ্ডে সিবিআই-এর (CBI) নোটিশ প্রসঙ্গে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) বিরুদ্ধে এভাবেই তোপ দাগলেন বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। অর্জুন বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন ওঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় জন্ম থেকেই থাইল্যান্ডের নাগরিক। আবার ওই অভিষেকই নিজের এফিডেভিটে স্ত্রীয়ের লিপস এন্ড বাউন্স নামে যে সংস্থা আছে তাতে জানিয়েছেন রুজিরা ভারতীয় নাগরিক।" বিজেপি সাংসদের প্রশ্ন, "তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলছেন? না রুজিরা সঠিক বলছেন?" এমনকি অভিষেকের শ্বশুরমশাইয়ে নাম কীভাবে দু'রকম হতে পারে সেই প্রশ্নও তোলেন অর্জুন।
অর্জুনের দাবি, "থাইল্যান্ডে নাগরিকত্ব বিক্রি করা হয়। সেখানে মানুষ মারা গেলে পরিচয় কিনে নেওয়া যায়। এর ফলে ব্যাঙ্কের মাধ্যমে টাকা জমা দিতে কোনও অসুবিধার সম্মুখীন হতে হয় না। হাওলার মাধ্যমে যেসব অবৈধ টাকা স্থানান্তরিত করা হয়। সংবাদ মাধ্যমে জানতে পেরেছি এমন দুটো অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীয়ের অ্যাকাউন্টে লালার অ্যাকাউন্ট থেকে টাকা এসেছে। তাই সারা ভারতের মানুষ প্রশ্ন তুলছেন সত্য ঘটনা কোনটা? এটার তদন্ত হওয়া উচিত।"
ব্যারাকপুরের বিজেপি সাংসদের অভিযোগ, "গোটা রাজ্যের মানুষ জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে লুটেছেন। গরু পাচার, বালি পাচার, কয়লা পাচার, প্রতিটা জায়গা থেকে টাকা লুটেছেন এবং সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে।" পাশাপাশি তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করতে ভোলেননি অর্জুন। তৃণমূল নেত্রীকে বিঁধে অর্জুন বলেন, "মিথ্যা বলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম গিনেস বুকে ওঠা উচিত।"
প্রসঙ্গত কয়লা পাচারকাণ্ডে রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে সিবিআই। তবে সেদিন বাড়িতে ছিলেন না রুজিরা। মঙ্গলবার তিনি তদন্তকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। রুজিরার বাড়িতে গিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই-এর আধিকারিকরা। অন্যদিকে আজ সোমবার অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।