scorecardresearch
 

মমতাকে বলেছিলেন 'This is not your subject' ? একদা বাম ঘেষা সায়নী আজ তৃণমূলে

এক সময় ঘোষিত বামপন্থীদের মধ্য়ে ধরা হত তাঁর নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাক্যবান শানিয়েছেন বহুবার। এহেন বাঙালি অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) অবশেষে যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

Advertisement
সায়নী ঘোষ সায়নী ঘোষ
হাইলাইটস
  • এক সময় ঘোষিত বামপন্থীদের মধ্য়ে ধরা হত তাঁর নাম।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাক্যবান শানিয়েছেন বহুবার।
  • এহেন বাঙালি অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) অবশেষে যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)

এক সময় ঘোষিত বামপন্থীদের মধ্য়ে ধরা হত তাঁর নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে বাক্যবান শানিয়েছেন বহুবার। এহেন বাঙালি অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh) অবশেষে যোগ দিয়েছেন তৃণমূলে (TMC)। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।

বুধবার হুগলির সাহাগঞ্জে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সভায় তৃণমূলের পতাকা তুলে নেন সায়নী ঘোষ। যা দেখে অবাক হয়েছেন খোদ তাঁর টলিপাড়ার সতীর্থরা। নেট দুনিয়ায় ট্রোলের মুখে পড়তে হয়েছে সায়নীকে। কেউ কেউ বলেছেন, 'সায়নী তুইও'। রাজ্য় রাজনীতির হাওয়া মোরগ বলছে,সায়নীর তৃণমূলে যোগদান ছিল শুধু সময়ের অপেক্ষা। অনেক আগে থেকেই শুরু হয়েছিল সলতে পাকানো। সম্প্রতি প্রায়শই তৃণমূলের নেতাদের সঙ্গে দেখা যাচ্ছিল তাঁকে। সব থেকে অবাক করার বিষয়, কিছুদিন আগেই তৃণমূলের নেতা মদন মিত্রকে 'বাংলার ক্রাস' বলে উল্লেখ করেন সায়নী। 

জয় শ্রীরাম ধ্বনির বিরোধিতা করায় বিতর্কে জড়ায় তাঁর নাম। গেরুয়া ব্রিগেডের নিশানায় পড়েন সায়নী। তথাগত রায়ের সঙ্গে তাঁর টুইট যুদ্ধ আদালত পর্যন্ত গড়ায়। যেখানে বাঙালি অভিনেত্রীর পুরোনো একটি টুইট তুলে দেখান বিজেপি নেতা তথাগত রায়। যেখানে শিবলিঙ্গে কন্ডোম পরানো এক মহিলাকে বুলাদি বলে উল্লেখ করা হয়েছিল। বিজেপি নেতার অভিযোগ, এই ধরনের পোস্ট করে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সায়নী। যা কখোনোই মেনে নেওয়া যায় না। এরপরই প্রচারের আলোয় চলে আসেন তিনি। খোদ মুখ্য়মন্ত্রী নির্বাচনী সভা থেকে সায়নীর পাশে দাঁড়ান। নাম না করে একহাত নেন তথাগত রায়কে।

রাজ্য় রাজনীতির অতীত বলছে, এক সময় তৃণমূল সরকারের বিরুদ্ধে বাক স্বাধীনতা হরণের অভিযোগ করেছিলেন বিরোধীরা। সেই সুরে সুর মিলিয়েছিলেন রাজ্য়ের ফিল্ম ফ্য়াটারনিটি। বহু পরিচালক , অভিনেতা , কলা কুশলী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সরকারের বিরোধিতা করেছিলেন। মূলত, অনীক দত্তের ভবিষ্যেতর ভূত ঘিরে এই প্রতিবাদ আন্দোলন বড় আকার ধারণ করে। সেই সময় রাজ্য় সরকারের সমালোচনা করায় সিনেমা হল থেকে ভবিষ্য়তের ভূত দেখানো বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন পরিচালক। পরে নন্দন চত্বরে প্রতিবাদ করেন তাঁরা। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রীকে একহাত নেন সায়নী। তিনি বলেন, আজ নিজেদের কাজ ছেড়ে ইন্ডাস্ট্রির কলাকুশলীরা রাস্তায় ধরণা দিচ্ছেন। আর মুখ্য়মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে বলছেন, এটা আমার সাবজেক্ট নয়। 'This is not your subject'? মুখ্য়মন্ত্রীকে সেই সময় প্রশ্ন করেন সায়নী ঘোষ। আজ সায়নীর পুরোনো সেই ভিডিয়ো তুলে তাঁকে ট্রোল করছে নেট দুনিয়া।

Advertisement

Advertisement