scorecardresearch
 

West Bengal Election 2021 : অভিযুক্তকে ধরতে এসে নিহত বিহারের পুলিশ! ইসলামপুর তোলপাড়

পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহত পুলিশ অফিসারের নাম অশ্বীনি কুমার। তিনি বিহারের কিশানগঞ্জ জেলার এসএইচও পদে ছিলেন বলে খবর। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পান্তাপাড়ায় রেইড করতে গিয়েছিলেন তিনি।

Advertisement
ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ছবি: রূপক ঘোষ ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ছবি: রূপক ঘোষ
হাইলাইটস
  • অভিযুক্তকে ধরতে গিয়ে খুন হলেন এক অফিসার
  • এমনই অভিযোগ উঠেছে
  • তিনি বিহারের পুলিশ অফিসার

রূপক ঘোষ

অভিযুক্তকে ধরতে গিয়ে খুন হলেন এক অফিসার। এমনই অভিযোগ উঠেছে। তিনি বিহারের পুলিশ অফিসার। উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ হন তিনি। পরে বিহার পুলিশের ওই উচ্চপদস্থ আধিকারিকের মৃত্যু হয়। পুলিশ ওই ঘটনায় যুক্ত থাকার অভিয়োগ শনিবার তিনজনকে গ্রেফতার করেছেন।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিহত পুলিশ অফিসারের নাম অশ্বীনি কুমার। তিনি বিহারের কিশানগঞ্জ জেলার এসএইচও পদে ছিলেন বলে খবর। শুক্রবার রাতে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া পান্তাপাড়ায় রেইড করতে গিয়েছিলেন তিনি।

গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মৃতদেহের ময়না তদন্ত চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। বিহারের উচ্চপদস্থ পুলিশ কর্তারা রয়েছেন।

পিটিয়ে খুন বলেই জানাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত একজন মহিলা সহ তিনজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। ধৃতদের নাম ফিরোজ আলম। সে গোয়ালপোখরের বাসিন্দা। তার ভাই আবুজার আলম এবং তার স্ত্রী শাহিনুর খাতুনকে গ্রেফতার করা হয়েছে।

বিহার পুলিশের এক কর্তা জানান, তাদের এক পুলিশ আধিকারিক পাঞ্জিপাড়ায় অভিযানে এসেছিলেন। দুটো দল ছিল। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে। তদন্ত হবে। ইসলামপুরের পুলিশ কর্তারা রয়েছেন।

জানা গিয়েছে, বাইক চুরির একটি চক্রের তল্লাশিতে এসেছিলেন তিনি। অভিযুক্তকে ধরতে এসেছিল তাঁর নেতৃত্বে একটা দল। আর তখনই ওই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে খবর, রাত ৩টে-সাড়ে ৩টের সময় একদল লোক সিভিল ড্রেসে এসেছিল। কারও বাড়িতে ঢুকেছিল। ধ্বস্তাধ্বস্তি হয়েছে। পুলিশকর্মীর মৃত্যু হয়েছে।

এদিকে, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এক পুলিশ কর্মী খুন হয়েছেন জানতে পেরে আতঙ্কিত মানুষ।

বিহার পুলিশ আরও জানাচ্ছে, তাদের এক মোটরবাইক লুঠ করা হয়েছিল। সেই খবর পাওয়া গিয়েছিল। তাই তাঁরা অভিযানে এসেছিলেন। পুলিশ জানিয়েছে, ওই পুলিশ অফিসারের মরদেহের ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে। এদিকে, এই ঘটনার ম্য়াজিস্ট্রেট পর্যায়ে তদন্ত করা হবে। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা, দেখছে পুলিশ।

Advertisement

 

Advertisement