বিধানসভা নির্বাচনের আগে ফের দুর্নীতি ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। অতীতে মমতার যে সৈনিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল ঘটনাচক্রে আজ তাঁরা বিজেপিতে। যা নিয়ে গেরুয়া ব্রিগেডকে খোঁচা দিতে ছাড়ছেন না তৃণমূল নেত্রী। বিজেপিকে ওয়াশিন মেশিন বলছেন মমতা। পাল্টা মুখ্য়মন্ত্রীকেও দুর্নীতি ইস্য়ুতে রেয়াত করছে না বিজেপি। কী বলছে পদ্ম শিবির ?
ভাগ মুকুল ভাগ- রাজ্য় রাজনীতির অতীতের দিকে তাকালে দেখা যাবে, আগে সিদ্ধার্থনাথ সিংয়ের দৌলতে ভাগ মুকুল ভাগ স্লোগান তুলেছিল বিজেপি। কিন্তু এখন সেই মুকুল রায় , শুভেন্দু অধিকারীরাই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। যার জেরে টুইটার থেকে সারদা, নারদার নেতাদের বিতর্কিত ভিডিয়ো ডিলিট করতে হচ্ছে রাজ্য় বিজেপিকে। যা নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল এমনকী বাম-কংগ্রেস। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তারাই এখন রাজ্য় বিজেপির অন্যতম কান্ডারি।
মুকুল নিয়ে কৈলাসের সাফাই- এ প্রসঙ্গে রাজ্য় বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''৭৭ সালের পর থেকে এটা শুরু হয়েছে। এক দলের নেতা আগে অন্য় দলে যেতেন না। কিন্তু সব দলেই কিছু ভালো লোক থাকেন। তাঁরা যদি বিজেপির আদর্শ নীতির সঙ্গে সমভাবাপন্ন হন, তাহলে তাদের দলে নিতে সমস্যা নেই। কোনও দলের নেতা বিপক্ষে থাকাকালীন কোনও অভিযোগ থাকতেই পারে। তাই সেই অভিযোগের বিরুদ্ধে বলাটা আমাদের দায়িত্বের মধ্য়ে পড়ে। যদি উনি দোষী হন,তাহলে ওনার সাজা উনি পাবেন। আমরা তো ওনার জন্য় সুপারিশ করছি না। কদিন আগেই সিবিআই মুকুল রায়কে ডেকেছিল। যদি সিবিআই-এর মনে হয়,উনি দোষী, তাহলে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা তো আটকাচ্ছি না।"
বিজেপিতে কালো, তৃণমূলে সব ভালো ?- India Today Conclave East 2021-এ এসে বিজেপিকে ওয়াশিন মেশিন বলেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্য়মন্ত্রীর দাবি, কোনও দাগী লোক বিজেপিতে গেলে পরিষ্কার হয়ে বের হন। তাই বিজেপি হল ওয়াশিং মেশিন। যার প্ররিপ্রেক্ষিতে কৈলাস বিজয়বর্গীয় বলেন, ''এক সময় ছত্রধর মাহাতো ছিলেন আসামি। ওর মতো নকশাল নেতাকে এখন জামিন করিয়ে নিদের দলের পদাধিকারী বানিয়েছেন তৃণমূল নেত্রী। যে বিমল গুরুংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ,এখন সেই বিমল গুরুং আর মমতা দিদি কাছাকাছি চলে আসছেন। তাহলে কে আসল ওয়াশিং মেশিন। ''