scorecardresearch
 

এ বার ভিডিও প্রকাশ করে মমতাকে 'জয় শ্রীরাম' আক্রমণ BJP-র! দেখুন

২৩ জানুয়ারি অনুষ্ঠানে 'জয় শ্রী রাম' (Jai Shri Ram) স্লোগানের পর বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। এবার তাই তাঁর বিরুদ্ধে নতুন 'জয় শ্রী রাম' ভিডিও প্রকাশ করল বিজেপি। ভিডিওতে প্রধান মুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এছাড়াও তাতে রয়েছেন বিজেপি (BJP) সভাপতি জেপি নাডডা (J P Nadda) এবং কেন্দ্রীয় নেতা তথা এরাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।

Advertisement
ভিডিওর প্রধান মুখ অমিত শাহ ভিডিওর প্রধান মুখ অমিত শাহ
হাইলাইটস
  • মমতাকে 'জয় শ্রীরাম' আক্রমণ বিজেপির
  • নয়া ভিডিও প্রকাশ
  • ২৩ জানুয়ারির ঘটনার পর নয়া এই ভিডিও

২৩ জানুয়ারি অনুষ্ঠানে 'জয় শ্রীরাম' (Jai Shri Ram) স্লোগানের পর বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী। এবার তাই তাঁর বিরুদ্ধে নতুন 'জয় শ্রীরাম' ভিডিও প্রকাশ করল বিজেপি। ভিডিওতে প্রধান মুখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এছাড়াও তাতে রয়েছেন বিজেপি (BJP) সভাপতি জেপি নাডডা (J P Nadda) এবং কেন্দ্রীয় নেতা তথা এরাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। তৃণমূল (TMC) নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে আক্রমণ শানাতে এই ভিডিওকেও হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বিজেপি। 

 

প্রসঙ্গত, গত শনিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই ওঠে 'জয় শ্রীরাম' স্লোগান। তাতেই ক্ষুব্ধ হয়ে মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। যার জেরে কার্যত কোনও ভাষণই দেননি তিনি। ক্ষোভ প্রকাশ করে শুধু বলেন, 'আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। কাউকে ডেকে এই ভাবে অপমান করার কোনও মানে হয় না। এটা সরকারি অনুষ্ঠান, রাজনৈতিক নয়। আমি অপমানিত। কোনও কথা বলতে চাই না। জয় হিন্দ, জয় বাংলা।'

এই ঘটনার পরেই তরজা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, 'প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে রাজনৈতিক অ্যাজেন্ডা ঠিক করা দুর্ভাগ্যজনক এবং এতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করা হয়েছে। জয় শ্রীরাম শব্দে কী এমন আছে যা দিয়ে মুখ্যমন্ত্রী অপমানিত হন?' এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ট্যুইট করেন, 'বিজেপি শুনুন, ভারতের আজকের সংবিধান অনুযায়ী তাতে ধর্মনিরপেক্ষ শব্দটি রয়েছ। অথএব, দয়া করে সেটা মেনে চলুন। ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সংশোধনী আনতে চান? তাহলে ঠিক আছে, চেষ্টা করুন। কিন্তু ততক্ষণ ভারত হল ধর্মনিরপেক্ষ গণতন্ত্র, সুতরাং এর আইনকে সম্মান করুন।' অন্যদিকে সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনির সমালোচনা করেন কংগ্রেস নেতা অধীর চৌধুরীও। তিনি বলেন, 'এই ঘটনাকে প্রশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী তাঁর নিজের পদের অবমাননা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা একজন সম্মানীয় মহিলাকে অপমান করা মোটেই উচিৎ নয়।' প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ আছে। তাই বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করা মেনে নেওয়া যায় না।' 

Advertisement

 

Advertisement