জয় শ্রী রাম বলতে রাজি না হওয়ায় কিশোরের শরীরে গরম জল ঢেলে দেওয়ার অভিযোগ। নদিয়ার এই ঘটনায় ইতিমধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য। অভিযোগের দিকে স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ওই বিজেপি নেতা পলাতক বলে জানা গিয়েছে।
আক্রান্ত কিশোর
জানা গিয়েছে, ওই কিশোর নদিয়ার ফুলিয়ার বাসিন্দা। স্থানীয়দের দাবি, এদিন বাজার থেকে ফেরার পথে এক বিজেপি নেতাকে তাকে ডেকে নিয়ে আসে। ওই কিশোরের বাবা কেন তৃণমূলের মিছিলে যাচ্ছেন তা জিজ্ঞাসা করেন। এরপরেই ওই কিশোরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি ওই কিশোরকে জয় শ্রী রাম স্লোগান দিতেও বলে ওই বিজেপি নেতা। কিন্তু তা না দেওয়ায় গরম জল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই স্থানীয়রা ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পলাতক ওই বিজেপি নেতা। ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন, 'রাজ্যে ভ্যাকসিন নেই, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি,' বললেন মমতা
স্থানীয় এক বাসিন্দা জানান, ছেলেটি সকালে বাজারে গিয়েছিল। বাজার থেকে ফেরার সময়ে চায়ের দোকানে বিজেপি নেতা মহাদেব প্রামাণিক একে ডাক দেয়। তখন ওই বিজেপি নেতা বলে তোর বাবাকে দেখলাম তৃণমূলের মিছিলে যাচ্ছে। তখন ও বলে আমি কিছু জানি না। বলতে না বললে গায়ে গরম জল ঢেলে দিল। তারপরে চড়-মারধর করে। বারবার বলে জয় শ্রী রাম বল। কিন্তু ও বলতে রাজি হয়নি। বেধড়ক মারধর করে। তারপরে সবাই চলে আসলে ও দৌঁড়ে পালিয়ে যায়।
অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
অভিযোগ, বাচ্চাটি জয় শ্রীরাম না বলায় তার গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়। অভিযোগ এর পরও বেধড়ক মারধর করতে থাকে বাচ্চাটিকে। ঘটনা জানাজানি হতেই এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই অভিযুক্ত। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দ্রুতর অভিযুক্তকে গ্রেফতারের দাবি তোলেন তারা। ৩৪ নম্বর জাতীয় সড়ক বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে।পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।