scorecardresearch
 

West Bengal Election 2021: নদিয়ায় জাতীয় সড়কে উদ্ধার গুলিবিদ্ধ বিজেপি নেতা, শাসক-বিরোধী তরজা শুরু

রাতে পেট্রোলিং-এর সময় হরিণঘাটার কপিলেশ্বর সন্তোষপুরের কাছে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করান পুলিশ কর্মীরা। সেই সময় কিছুটা দূরে কয়েকজনকে বসে থাকতে দেখেন তাঁরা। পুলিশকে দেখেই একজন ছাড়া বাকিরা পালিয়ে যায়। এরপর দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয় দাস। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করান হয়। আপাতত তাঁর বিপদ কেটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গুলিবিদ্ধ বিজেপি নেতা
  • বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন
  • তৃণমূল-বিজেপি তরজা শুরু

নদিয়ায় (Nadia) গুলিবিদ্ধ বিজেপি নেতা। আহত বিজেপি (BJP) নেতার নাম সঞ্জয় দাস। জাতীয় সড়কের ধারে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। বর্তমানে হাসপাতালে ভর্তি ওই বিজেপি কর্মী। তবে আপাতত তিনি বিপন্মুক্ত বলেই জানা যাচ্ছে। গোটা বিয়টি খতিয়ে দেখছে পুলিশ। এদিকে এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গেছে রাতে পেট্রোলিং-এর সময় হরিণঘাটার কপিলেশ্বর সন্তোষপুরের কাছে একটি চায়ের দোকানের সামনে গাড়ি দাঁড় করান পুলিশ কর্মীরা। সেই সময় কিছুটা দূরে কয়েকজনকে বসে থাকতে দেখেন তাঁরা। পুলিশকে দেখেই একজন ছাড়া বাকিরা পালিয়ে যায়। এরপর দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জয় দাস। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করান হয়। আপাতত তাঁর বিপদ কেটে গিয়েছে বলেই জানা যাচ্ছে। 

এই বিষয়ে রানাঘাট পুলিশ জেলার এসপি ভিএসআর অনন্তনাগ জানান, পেট্রোলিং-এর সময় সঞ্জয় দাসকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ এবং ভর্তি করা হয় হাসপাতালে।  এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক অভিযোগ পালটা অভিযোগ। ঘটনার পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই রয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শাসক দলের পালটা দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। 

ইতিমধ্য়েই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন গুলিবিদ্ধ সঞ্জয় দাসের বাবা। বেশ কয়েকজনের নামও করেছেন তিনি। রাজনৈতিক বিষয়ে বাদানুবাদের জেরেই সঞ্জয়কে গুলি করা হয়েছে বলে দাবি তাঁর বাবার। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। নির্বাচনের আগে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহল। 
 

 

Advertisement