scorecardresearch
 

উত্তরকন্যা-কাণ্ডের কথা জানেন শাহ, কলকাতা ফিরে বললেন মুকুল

উত্তরবঙ্গ-কাণ্ডের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে জানানো হয়েছে। সেখানে বিজেপি (BJP) কর্মীদের কীসের মুখেমুখি হয়েছিলেন, সব জানিয়েছে। সোমবার কলকাতা বিমানবন্দরে এ কথা জানিয়েছেন বিজেপি সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)।

Advertisement
বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয় বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়
হাইলাইটস
  • উত্তরবঙ্গ-কাণ্ডের কথা অমিত জানেন
  • বিজেপি কর্মীরা কীসের মুখেমুখি হয়েছিলেন, সব জানিয়েছি
  • জানিয়েছেন বিজেপি সহ-সভাপতি মুকুল রায়

উত্তরবঙ্গ-কাণ্ডের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে জানানো হয়েছে। সেখানে বিজেপি (BJP) কর্মীদের কীসের মুখেমুখি হয়েছিলেন, সব জানিয়েছে। সোমবার কলকাতা বিমানবন্দরে এ কথা জানিয়েছেন বিজেপি সহ-সভাপতি মুকুল রায় (Mukul Roy)।

এদিন বিভিন্ন ইস্যুতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল। বিজেপির যুব সংগঠন। দলের নেতা-কর্মীদের পুলিশ মারধর করে, জলকামান ব্যবহার করা হয় বলে অভিযোগ বিজেপির।

এদিন উত্তরবঙ্গ থেকে ফিরে কলকাতা বিমানবন্দের সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুকুল রায়। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইতিমধ্য়ে এ ব্যাপারে  জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে কটাক্ষ কেরন মুকুল। তিনি বলেন, এক সময় যিনি বলতেন, পুলিশ মানুষের আন্দোলন আটকাতে পারেন না, আজ তিনি সেই কথা ভুলে যাচ্ছেন।

তাঁর অভিযোগ, পুলিশের গুলিতে এক রাজবংশী মানুষকে খুন করা হয়েছে। আজকের কর্মসূচির ব্য়াপারে আগাম জানানো হয়েছিল। তবে তারপরও যা করা হয়েছে, তা নিন্দাজনক। পুলিশ যে ভাবে গুলি চালিয়েছে, কাঁদানে গ্য়াস ছুড়েছে, রঙ মেশানো তরল ব্যবহার করেছে, তার নিন্দা করছি। এই ঘটনা প্রমাণ করে দিল, এ রাজ্যে গণ আন্দোলন করা যায় না। কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ ব্য়াপারে জানানো হয়েছে।

বিজেপির উত্তরকন্যা অভিযানকে ঘিরেই ধুন্ধুমার বাধে পুলিশ ও বিজেপি সমর্থকদের মধ্যে। ব্যারিকেড ভাঙা, পুলিশের দিকে ইটবৃষ্টি করে দলীর কর্মীরা, অভিযোগ। পাল্টা জলকামান ও টিয়ার গ্যাসে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে পুলিশ, দাবি বিজেপির। আটক করা হয়েছে দলের বেশ কিছু মহিলা সমর্থককেও।

এদিন তাদের সঙ্গে দেখা করতে জলপাইগুড়িও যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাঁদের দেখতেই সোমবার বিকেলে ফুলবাড়ির হাসপাতালে পৌঁছন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''উলেন রায়কে হাসপাতালে আনার পর মৃত্যু হয়। কিন্তু গায়ে বন্দুকের গুলির ছিটে ছিল। ময়নাতদন্তের পরই জানা যাবে সঠিক কারণটা। তবে হাসপাতালে ১৫ জনের সঙ্গে আলাপ হয়েছে। প্রত্যেকের শরীরে গুলির ছররার চিহ্ন। পাখি মারার বন্দুক ব্যবহার করা হয়েছে।''

Advertisement

Advertisement